পরাণ বলেন, “আমি যা করব, বাংলায় থেকে বাংলার মানুষের জন্যই করব। এখানে আমি খুবই ভালো আছি।
Published : 10 Sep 2024, 04:26 PM
কলকাতার অভিনয় শিল্পীদের মধ্যে অনেকেই মুম্বাইয়ে কাজের জন্য মুখিয়ে থাকেন; কিন্তু পরাণ বন্দ্যোপাধ্যায় ব্যতিক্রম।
আনন্দবাজার লিখেছে, গত কয়েক মাসে একাধিক হিন্দি সিনেমা এবং ওয়েব সিরিজের প্রস্তাব নাকচ করেছেন এই বর্ষীয়ান অভিনেতা।
বলিউড বিমুখতার কারণ জানতে চাইলে পরাণ বলেন, “আমি যা করব, বাংলায় থেকে বাংলার মানুষের জন্যই করব। এখানে আমি খুবই ভালো আছি। মুম্বাইয়ে গিয়ে আমি কাজ করতে চাই না।“
৮৪ বছর বয়সী এই অভিনেতা বলছেন, বয়স তার কাজের ক্ষেত্রে কোনো রকম বাধা হয়ে দাঁড়ায়নি।
তবে কোনো হিন্দি সিনেমা বা সিরিজের শুটিং যদি কলকাতায় করা হয়, তাহলে সেখানে কাজ করতে আপত্তি থাকবে না বলেও জানিয়েছেন পরাণ।
তিনি বলেন, “মধ্যপ্রদেশ, গোয়া এসব জায়গায় দৌড়ে দৌড়ে শুটিং করতে পারব না। তাই রাজি হইনি।“
পরাণকে এর আগে সুজয় ঘোষ পরিচালিত ‘বব বিশ্বাস’ নামের একটি হিন্দি সিনেমায় পাওয়া গেছে।
ওই সিনেমার শুটিং কোথায় হয়েছিল জানতে চাইলে তিনি বলেন, “সুজয় আমাকে প্রস্তাব দেওয়ার পর বলি যে, মুম্বাই গিয়ে শুটিং করতে পারব না। তারপর ও জানাল, শুটিং হবে কলকাতায়। তাই রাজি হয়ে যাই।”
পশ্চিমবঙ্গে সাহিত্য নির্ভর সিনেমার সংখ্যা আরও বাড়লে খুশি হবেন পরাণ।
তার কথায়, “বাংলায় কত সম্পদ! আমাদের এখানে খুব ভালো ভালো পরিচালকেরা রয়েছেন। কুলাকুশলীরা রয়েছেন। চাইলেই কত কাজ করা যায়।“
নিজে মুম্বাইয়ের কাজে নারাজ হলেও সহশিল্পীদের মধ্যে যারা হিন্দি ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, তাদের প্রতি কোনো নেতিবাচক ধারণা পোষণ করেন না অভিনেতা।
তিনি বলেন, “যারা হিন্দিতে কাজ করছেন, তাদের প্রতি আমার বিন্দুমাত্র রাগ নেই। আমার তরফে তাদের অনেক অনেক শুভেচ্ছা।’’
এই মুহূর্তে ‘পরাণ যাহা চায়’ সিনেমার শুটিং করছেন এই অভিনেতা। সম্প্রতি ‘কীর্তন ২’ এবং ‘পাটুলিগঞ্জের পুতুল খেলা’ এবং ‘টেক্কা’র শুটিং শেষ করেছেন। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সিনেমার কাজ নিয়ে দম ফেলার ফুরসত নেই পরাণের।