ফেইসবুকে ‘অন্তর্জাল’ এর পোস্টার শেয়ার করে সিনেমার গল্পের আভাস দিয়েছেন মিম।
Published : 14 May 2023, 10:53 AM
ছয় মাসের ব্যবধানে আসছে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের নতুন সিনেমা ‘অন্তর্জাল’।মুক্তির মাস দেড়েক বাকি থাকতেই সিনেমার পোস্টর প্রকাশ করেছেন এই নায়িকা।
ফেইসবুকে ‘অন্তর্জাল’এর পোস্টার শেয়ার করে সিনেমার গল্পের আভাস দিয়েছেন মিম।
তিনি লিখেছেন, “ইন্টারনেটের দুনিয়া রহস্যময়, যেখানে অসাবধানতা মানেই বিপদ।সেই বিপদের কারণ কি? “
সিনেমার শুটিং শুরু হয়েছিল ২০২১ সালে মাহামারীর প্রকোপের মধ্যে।
সে সময় মিম জানিয়েছিলেন, সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে পর্দায় আসছেন তিনি। দেশের বাইরে থেকে প্রযুক্তি বিষয়ে পড়াশোনা করে আসা একজন তরুণীর চরিত্রে অভিনয় করবেন এবার।
মিমের ভাষ্য, “প্রযুক্তি খাত ও সাইবার দুনিয়ায় নারীদের আরও বেশি এগিয়ে আসার অনুপ্রেরণার গল্পে তৈরি হয়েছে এই সিনেমা।“
মিম ছাড়াও অভিনয় করছেন অভিনেতা সিয়াম আহমেদ। ‘মোশন পিপল স্টুডিও’র প্রযোজনায় সিনেমার পরিচালক দীপংকর দীপন, চিত্রনাট্যও নির্মাতাই লিখেছেন।
ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে সাইবার দুনিয়ার ‘রহস্যময়তার’ গল্পের সিনেমা ‘অন্তর্জাল’।