পোস্টারে লেখা আছে, “নিখোঁজ হয়ে গেছেন বিজেপি সাংসদ সানি, খুঁজে দিন। সন্ধান দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার।“
Published : 13 Dec 2023, 03:16 PM
ধর্মেন্দ্র পুত্র সানি দেওলকে অনেকদিন ধরে চোখের দেখা দেখছেন না তার নির্বাচনী আসনের বাসিন্দারা। নির্বাচিত জনপ্রতিনিধিকে না পেয়ে সানির ছবিসহ নিখোঁজ সংবাদের পোস্টার ছাপিয়েছেন পাঞ্জাবের গুরুদাসপুরের মানুষেরা।
সেই পোস্টারে লেখা আছে, সানির খোঁজে দিলে সন্ধানদাতা পাবেন নগদ ৫০ হাজার রূপি।
এই ঘটনা কোনো চিত্রনাট্যের নয়। বাস্তবেই এমন ঘটেছে বলে লিখেছে হিন্দুস্তান টাইমস।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে গুরদাসপুরের বিজেপির প্রার্থী হয়ে ভোটে দাঁড়ান সানি। সেবারে কংগ্রেসের প্রতিপক্ষকে প্রায় ৮২ হাজার ভোটে হারিয়ে এমপি হন এই অভিনেতা। কিন্তু তারপর থেকেই নাকি নিজের নির্বাচনী এলাকায় দেখা মেলেনি সানির। আর এতেই ক্ষোভ জন্মেছে এলাকাবাসীর।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, গুরুদাসপুর, পাঠানকোট এলাকায় দেয়ালে দেয়ালে 'সানি দেওল নিখোঁজ' লেখা পোস্টার দেখা যাচ্ছে।
সেখানে লেখা আছে, “নিখোঁজ হয়ে গেছেন বিজেপি সাংসাদ সানি, খুঁজে দিন। সন্ধান দিতে পারলে ৫০ হাজার রুপি পুরস্কার।”
এলাকার মানুষের ভাষ্য, সানিকে নির্বাচনের পর কখনও গুরুদাসপুরে দেখা যায়নি। তাই এলাকার মানুষের দুর্দশার কথাও জানেন না তিনি।
অভিনেতা এবং রাজনীতিবিদ সানি চলতি বছরে পর্দা কাঁপিয়েছেন তার ‘গদর ২’ সিনেমা দিয়ে।