অস্কার জিতেছেন দুবার, চার বার করে জিতেছেন ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড ও গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড; সেই কেইট ব্ল্যানচেটের কি না অভিনয়ে আগ্রহ নেই!
কান চলচ্চিত্র উৎসবে গিয়ে অস্ট্রেলিয়ান এই অভিনেত্রী জানালেন, ক্যারিয়ারে তিনি বারবারই অভিনয় ছেড়ে দেওয়ার কথা ভাবছিলেন।
ভ্যারাইটির চিফ করেসপন্ডেন্ট এলিজাবেথ ওয়াগমিস্টারের সঙ্গে কথোপকথনে অভিনয় থেকে দূরে সরার ইচ্ছার কথা এই অভিনেত্রী প্রকাশ করেন বলে সিএনএন জানিয়েছে।
অভিনেত্রীর ভাষ্যে, “আমি আমার পুরো পেশাগত জীবনে অভিনয় থেকে সরে আসার চেষ্টা করছি।”
শুক্রবার কান উৎসবে ব্ল্যানচেট অভিনীত ও প্রযোজিত নতুন সিনেমা ‘দ্য নিউ বয়’র প্রিমিয়ার হয়।
ব্ল্যানচেট তার প্রযোজনা পেশাকে নিজের অভিনয় জীবনের একটি সম্প্রসারণ বলে মনে করেন। তার ভাষ্যে, সিনেমার সঙ্গে সম্পৃক্ততার কারণে মাঝে মাঝে ক্যামেরার সামনে থাকতে হয় তাকে। তবে পর্দার পেছনে থাকাও বেশ উপভোগ করেন তিনি, কারণ সেখানে দৃঢ় ভূমিকায় অবস্থান নেওয়া যায়।
দ্য অভিয়েটর ও ব্লু জেসমিনে অভিনয় করে অস্কার জেতা ব্ল্যানচেট প্রযোজক হিসেবেও নাম কামাচ্ছেন। ২০১৫ সালের সিনেমা ‘ক্যারল’ এ অভিনয়ের পাশাপাশি নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করেন।