ভাইজান ১২০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন ‘সিকান্দারে’।
Published : 09 Mar 2025, 03:46 PM
টিজার এবং গান প্রকাশ করে মুক্তির প্রচারে হাঁটছে সালমান খানের ঈদের সিনেমা ‘সিকান্দার’। মুক্তির আগেই এই হিন্দি সিনেমাটি বাজেটের ৮০ শতাংশ উশুল করে নিয়েছে বলে জানিয়েছে এর প্রযোজনা সংস্থা।
পাশাপাশি সিনেমায় সালমান খান, রাশমিকা মানদানা, কাজল আগারওয়াল, শারমান যোশীরা কে কত টাকা পারিশ্রমিক নিয়েছেন সেই তথ্যও জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া ও পিংকভিলা।
পরিচালক এ আর মুরুগাদোস ‘সিকান্দার’ বানিয়েছেন ২০০ কোটি রুপিতে। নেটফ্লিক্স ‘সিকান্দারের’ স্ট্রিমিং রাইটসের জন্য দিয়েছে ৮৫ কোটি রুপি। ৫০ কোটির বিনিময়ে স্যাটেলাইট রাইটস বিক্রি করা হয়েছে এই সিনেমার। জি মিউজিক মিউজিক্যাল রাইটস কিনেছে ৩০ কোটির বিনিময়ে।
সব মিলিয়ে মুক্তির আগে ডিজিটাল, স্যাটেলাইট ও মিউজিক্যাল রাইটস থেকে ১৬৫ কোটি রুপি আয় করেছে সালমানের নতুন সিনেমাটি।
এই সিনেমার উৎপাদন খরচ ১৮০ কোটি এবং প্রচার খরচ পড়েছে ২০ কোটি রুপি।সব হিসেব করে দেখা গেছে ‘সিকান্দার’ ৮০ শতাংশের বেশি আয় করে ফেলেছে।
এছাড়া সালমানের এই সিনেমাটি যদি বক্স অফিস থেকে ৩৫০ কোটি রুপি ঘরে তুলতে পারে, তাহলে নেটফ্লিক্স ওটিটি রাইটসের দাম বাড়িয়ে ১০০ কোটি করবে বলেও চুক্তি করে রেখেছে।
সালমান নিয়েছেন কত?
সালমান ‘সিকান্দারে’ হাজির হবেন দ্বৈত চরিত্রে। এজন্য ভাইজান ১২০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলে শোনা গেছে। তবে বিষয়টি পরিস্কার নয়। কারণ সালমান, শাহরুখ খানসহ বড় বড় তারকারা সাধারণত সিনেমার মুনাফা থেকে একটি অংশ নেন।
‘সিকান্দারের’ মূল নায়িকা দক্ষিণের রাশমিকা মানদানা পেয়েছেন ৫ কোটি রুপি, আরেক নায়িকা কাজল আগারওয়াল ৩ কোটি নিয়েছেন।
গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনেতা শারমান যোশী এখানে অভিনয়ের জন্য নিয়েছেন ৭৫ লাখ এবং প্রতীক বাব্বর পেয়েছেন ৬০ লক্ষ রুপি।
ইনসাফ নয়, সাফ করতে এসেছি: সিকান্দারে সালমান