কথা, সংগীত, নৃত্য, পাঠ, আবৃত্তির মালা গেঁথে সাজানো হয়েছে তিনদিনের বৈচিত্র্যপূর্ণ এ আয়োজন।
Published : 21 May 2024, 08:44 PM
সকলে মিলে মানবতার জয়গান করার আহ্বানে তিন দিনব্যাপি 'নজরুল উৎসব' আয়োজন করতে যাচ্ছে সংস্কৃতি শিক্ষার প্রতিষ্ঠান ছায়ানট।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী শুক্র, শনি ও রবিবার ছায়ানট মিলনায়তনে এই উৎসব হবে।
কথা, সংগীত, নৃত্য, পাঠ, আবৃত্তির মালা গেঁথে সাজানো হয়েছে তিনদিনের বৈচিত্র্যপূর্ণ এ আয়োজন। এছাড়া প্রতিদিন থাকবে গ্রন্থিত অনুষ্ঠান। তিন দিনের নজরুল উৎসবে ৩০ জনের মত আমন্ত্রিত শিল্পীসহ প্রায় ১৬০জন শিল্পী অংশ নেবেন।
মঙ্গলবার বিকেলে রাজধানীর ছায়ানট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত জানানো হয়।
ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা বলেন, "সৃষ্টিশীলতার বিপুল ঐশ্বর্যে কাজী নজরুল ইসলাম আমাদের মধ্যে বর্তমান হয়ে উপস্থিত থাকেন। তাইতো আমাদের প্রয়োজনে তিনি বার বার ফিরে ফিরে আসেন আমাদের মধ্যে। তার প্রেরণাতেই আমরা শিকল পরে শিকলকে বিকল করি, বাঁধন প’রেই বাঁধন-ভয়কে জয় করি, আপনি ম’রে বরাভয়কে বরণ করি। আসুন নজরুল উৎসবে মানবতার জয়গান গেয়ে উঠি সকলে।"
ছায়ানটের সহসভাপতি খায়রুল আনাম শাকিল বলেন, "ছায়ানট প্রতিষ্ঠালগ্ন থেকেই রবীন্দ্রনাথ এবং নজরুল চর্চা করে আসছে। এই উৎসবের মধ্য দিয়ে নজরুলচর্চাকে আরও বেশি মানুষের কাছে ছড়িয়ে দেয়ার প্রত্যাশা আমাদের।"
ছায়ানটের যুগ্ম-সম্পাদক জয়ন্ত রায় বলেন, "এবারের উৎসবে ছায়ানট 'নজরুলসংগীত: তথ্য, ভাব ও সুরসন্ধান' শীর্ষক একটি গ্রন্থ প্রকাশ করবে। এটি নজরুল চর্চায় গুরুত্বপূর্ণ একটি কাজ। এছাড়া এবারের আয়োজনও সাজানো হয়েছে নানা বৈচিত্র্যে। ছায়ানট যখন কোনো উৎসবের আয়োজন করে, তখন ছায়ানটের শিল্পীদের সঙ্গে সারাদেশ থেকে আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনাও থাকে। এবারের আয়োজনেও আমন্ত্রিত শিল্পীরা থাকবেন।
যা থাকবে উৎসবে
শুক্রবার অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়, বাকি দুদিন অর্থাৎ শনি ও রবিবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠান শুরু হবে।
প্রথম দিনের আয়োজনে বিশেষ বক্তা থাকবেন অধ্যাপক বেগম আকতার কামাল। সেদিন থাকবে খায়রুল আনাম শাকিল গ্রন্থিত নজরুল সৃষ্ট নবরাগ সহযোগে আলেখ্য। দ্বিতীয় দিন পরিবেশিত হবে সন্জীদা খাতুনের গ্রন্থনায় গীতি-আলেখ্য 'সজল শ্যাম ঘন দেয়া'।
তৃতীয় দিন কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ছায়ানট 'নজরুলসংগীত: তথ্য, ভাব ও সুরসন্ধান' গ্রন্থটি প্রকাশ করবে। গ্রন্থটি সম্পাদনা করেছেন মফিদুল হক, সার্বিক তত্ত্বাবধানে আছেন সন্জীদা খাতুন।
প্রকাশনা অনুষ্ঠানে ভাবসন্ধান নিয়ে কথা বলবেন অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী এবং গ্রন্থ থেকে গানের ভাবসন্ধান নিয়ে গীতি-আলেখ্য 'অন্তরে তুমি আছো চিরদিন' পরিবেশিত হবে।
ছায়ানট সাধারণ সম্পাদক বলেন, "নজরুলসংগীত: তথ্য, ভাব ও সুরসন্ধান গ্রন্থে কাজী নজরুল ইসলামের ৫০টি গানের ভাবসন্ধান, সুরসন্ধান ও তথ্যসন্ধান করা হয়েছে। একটি মলাটে তিনটি ভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনার উল্লেখযোগ্য কোনো গ্রন্থের সন্ধান আমরা পাইনি।
"কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকীতে গ্রন্থটি প্রকাশ হতে যাচ্ছে, এজন্য আমরা অত্যন্ত আনন্দিত। গবেষক শিক্ষার্থী তথা নজরুল ভক্ত সকলের কাছে বইটি সমাদর পেলে আমাদের শ্রম সার্থক হবে।"