‘ভোলা’ সিনেমায় অ্যাকশন ও প্রেমের গল্প নিয়ে পর্দায় আসছেন বলিউডের দুই তারকা অজয় দেবগন ও টাবু। সিনেমায় ভোলা হলেন অজয়; আর নীতিবান সৎ পুলিশ অফিসার হয়েছেন টাবু। সোমবার ইউটিউবে এসেছে এর ট্রেইলার।এর আগে সোশ্যাল মিডিয়ায় আসে ‘ভোলার’ গান। অন্ধকার দুনিয়ার মানুষ ভোলা প্রশাসনের দুর্নীতি ফাঁস করে চক্ষুশূল হন সরকারি কর্মকর্তাদের। অজয় অভিনয় ছাড়াও সিনেমাটি পরিচালনা করেছেন। এই দুই তারকা ছাড়াও অভিনয় করেছেন বিনীত কুমার, গহরাজ রাও, সঞ্জয় মিশ্র, দীপক দেব্রিয়ালসহ আরও অনেকে।‘ভোলা’ মুক্তি পাবে আগামী ৩০ মার্চ।
সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমাল’কে বলা হচ্ছে ‘গ্যাংস্টার ড্রামা’। সেই সিনেমায় অ্যাকশন থাকবে না, তা কি হয়! বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় প্রকাশ পাওয়া সিনেমার সাড়ে তিন মিনিটের ট্রেইলারে মারামারির শ্বাসরুদ্ ...