শাহিদ বলেন, “অন্য সময়, এখানে সেখানে দেখা হয়ে যায়। আজ মঞ্চে দেখা হয়ে গেল।”
Published : 10 Mar 2025, 04:37 PM
প্রেম ভেঙেছে সেই কবে, এরপর থেকে একে অন্যেকে সচেতনভাবে এড়িয়ে চলেছেন তারা। গত দেড় দশকের বেশি সময়ে ‘যব উই মেট’ সিনেমার আলোচিত এই জুটির পুরনো প্রেম নিয়ে দর্শকের চর্চা থেমে গেলেও, সেসব ভুলতে দেয়নি সংবাদমাধ্যমগুলো। সম্প্রতি ভারতের জয়পুরে এক অনুষ্ঠানের মঞ্চে দেখা হয়েছে কারিনা কাপুর খান ও শাহিদ কাপুরের।
ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে জয়পুরে আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডসের আসরে ‘যব উই মেট’ সিনেমার আদিত্য ও গীত জুটির দুজন কারিনা ও শাহিদ মঞ্চে কেবল পাশাপাশি দাঁড়িয়ে হাসিমুখে ছবিই তোলেননি, পরস্পরকে আলিঙ্গনর করেছেন প্রকাশ্যে।
দুজনের দেখা হওয়ার প্রতিক্রিয়া কী জানতে চাইলে সাংবাদিকদের শাহিদ বলেছেন, “আমাদের জন্য এটা নতুন কিছুই নয়, স্বাভাবিক। অন্য সময়, এখানে সেখানে দেখা হয়ে যায়। আজ মঞ্চে দেখা হয়ে গেল। এটা নিয়ে মানুষের ভাল লেগে থাকলে ভালোই হল।”
শাহিদের ভাষ্য এ ধরনের অনুষ্ঠানে যখন দেখা হয়ে যায় তখন পারস্পরিক কথাবার্তা হওয়াটা স্বাভাবিক বিষয়। যদিও গত বছরও দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও শাহিদকে এড়িয়ে গিয়েছিলেন কারিনা।
‘যব উই মেট’, ‘ফিদা’, ‘মিলেঙ্গে মিলেঙ্গে’, ‘উড়তা পঞ্জাব’, ‘৩৬ চায়না টাউন’, ‘চুপ চুপ কেসহ’ আরো কয়েকটি সিনেমায় এই জুটিকে পেয়েছে দর্শকরা।
এর মধ্যে ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘যব ইউ মেট’ কেবল কারিনা ও শাহিদের ক্যারিয়ারের মাইলফলক নয়, তাদের ব্যক্তি জীবনেরও একটি অধ্যায়। ওই সিনেমা করার অনেক আগে থেকে ২০০০ সাল থেকে দুজন দুজনার প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন তারা।
২০০৭ সালে নির্মাতা ইমতিয়াজ আলী যখন কারিনা-শাহিদকে পর্দায় আনার পরিকল্পনা করেন, তখন রাজি ছিলেন না কারিনা। তিনি তখন শাহিদের চেয়েও বড় তারকা।
নায়িকাকে রাজি করানোর ভার পড়ে শাহিদের ওপর। কারিনা ‘যব উই মেট’ সিনেমায় গীত চরিত্রটি করতে রাজি হন শুধুমাত্র শাহিদের অনুরোধে।
শাহিদের মনে হয়েছিল, গীত চরিত্রটি তার প্রেমিকা কারিনার মতই। পাগলাটে, অভিমানী আর স্বতঃস্ফূর্ত, কারিনা যেমন। শাহিদের অনুরোধ ফেলতে না পেরে স্ক্রিপ্ট না পড়ে, কোনো সংলাপ না জেনে এবং প্র্যাকটিস ছাড়াই প্রথমদিন শুটিং সেটে চলে গিয়েছিলেন কারিনা।
‘যব উই মেট’ সিনেমার শুটিং চলার সময় কারিনার সঙ্গে শাহিদের বিচ্ছেদ হয়ে যায়।
এর আগে লাল সিং চাড্ডা’ সিনেমার প্রচারের সময় এই বিষয়টি নিয়ে কারিনা বলেছিলেন, “আমার জীবন আর সিনেমার গীতের জীবন অনেকটা সমান্তরালে চলছিল। তাই আর আলাদাভাবে কষ্ট করে অভিনয় করতে হয়নি। তখন আমি যেন আবেগের রোলারকোস্টারে ভ্রমণ করছিলাম। গীতের জীবন যেমন করে বদলে যায়, আমার জীবনও তেমনিভাবে।”
বিচ্ছেদের পরও সিনেমা শেষ করেছেন দুজন। অবশ্য মাঝে কিছুদিন সিনেমার কাজ বন্ধ রেখে ‘ব্রেক’ নিয়েছিলেন কারিনা। পর্দায় নিয়মতি ছিলেন না শাহিদও।
বলিউডের আলোচিত প্রেমিক-প্রেমিকা কারিনা ও শাহিদ দুজনেই পরে নিজেদের পছন্দের জীবনসঙ্গী বেছে নিয়েছেন। পতৌদিদের ছেলে সাইফ আলী খানকে বিয়ে করে কারিনা হয়েছেন নবাবপুত্রবধূ। আর মীরা রাজপূতকে বিয়ে করে সংসার ধর্ম পালন করছেন শাহীদ। দুজনের ঘরেই দুটি করে সন্তান আছে।