তিনি বলেন, “হয়ত বলেছি বড় বাড়ির পরিবর্তে একটা ছোট ফ্ল্যাট হলে ভালো হত। দেখলাম বলা হচ্ছে, আমি নাকি বাড়ি বিক্রি করে দিতে চাই।
Published : 02 Aug 2024, 11:50 AM
ভারতের পশ্চিমবঙ্গের সিনেমা-নাটক-থিয়েটার, এই তিন মাধ্যমেই দাপিয়ে অভিনয় করে চলা অভিনেতা শঙ্কর চক্রবর্তীর মৃত্যুর গুজব ছড়িয়েছে চারদিকে।
এই খবরে বিস্ময় প্রকাশ করে তিনি বলেছেন, কে বা কারা তার মৃত্যুর খবর রটিয়েছে তার জানা নেই। তবে তিনি ভালো আছেন এবং সুস্থ আছেন।
আনন্দবাজার লিখেছে, বৃহস্পতিবার সোশাল মিডিয়ার শঙ্করের মৃত্যুর খবর ছড়ালে তার সঙ্গে যোগাযোগ করে কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজার।
তিনি বলেন, “দিব্যি আছি, ভালো আছি। ফোনের পর ফোন এসেই চলেছে! কীভাবে এই গুজব ছড়াল বুঝতে পারছি না! আমার সাক্ষাৎকার নেওয়ার এমন হিড়িক পড়েছে, যেন আমি মরে যাচ্ছি!”
এই অভিনেতা তার স্ত্রী সোনালি চক্রবর্তীকে হারিয়েছেন ২০২২ সালে। এরপর নানা অনুষ্ঠানে বা আড্ডায় স্ত্রীর স্মৃতিচারণ করতে গিয়ে আপ্লুত হয়েছেন শঙ্কর। তাদের একমাত্র মেয়ে মুম্বাইয়ে থাকায় কলকাতা শহরে এখন একাই থাকেন শঙ্কর।
তার বিভিন্ন সময়ের সাক্ষাৎকারের অংশবিশেষও বিকৃত করে সোশাল মিডিয়ায় উপস্থাপন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন শঙ্কর।
তিনি বলেন, “হয়ত বলেছি বড় বাড়ির পরিবর্তে একটা ছোট ফ্ল্যাট হলে ভালো হত। দেখলাম বলা হচ্ছে, আমি নাকি বাড়ি বিক্রি করে দিতে চাই। আমার মেয়ে মুম্বাইয়ে থাকে কর্মসূত্রে। সেটাকে বলা হল বাবা-মেয়ের এখন কোনো বনিবনা নেই! এবার আমার মৃত্যুর গুজবটাই শোনা বাকি ছিল!’’
দিনকাল কেমন যাচ্ছে প্রশ্নে শঙ্করের ভাষ্য, “একমাত্র থিয়েটার আমাকে ভালো থাকতে সাহায্য করছে। সোনালি চলে যাওয়ার পর খাওয়াদাওয়ার ঠিক ছিল না, বেড়েছিল মদ্যপানও। এখন আবার খানিকটা স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা চলছে।”