গুঞ্জন ছড়িয়েছে ‘ইশক’র সিক্যুয়েল আসছে!
Published : 15 Nov 2024, 08:58 AM
সাতানব্বই সালে মুক্তি পায় হিন্দি সিনেমার দুই নায়ক আমির খান ও অজয় দেবগনের সিনেমা ‘ইশক’। এর মাঝে ২৭ বছর পেরিয়ে গেছে। পর্দায় একসঙ্গে তাদের আর দেখা যায়নি। অবশেষে দুই তারকা অভিনেতা একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।
এই ইচ্ছা পোষণে গুঞ্জন ছড়িয়েছে, তবে কী ‘ইশক’র সিক্যুয়েল আসছে!
হিন্দুস্তান টাইমস লিখেছে, মুম্বাইয়ে ‘তেরা ইয়ার হুঁ ম্যায়’ সিনেমার মহরতে গিয়েছিলেন আমির ও অজয়।
সেখানে আমির বলেন, “অজয়ের সঙ্গে দেখা হলে ভালো লাগে। আমাদের খুব বেশি দেখা হয় না। কিন্তু দেখা হলে সেটা একে অপরের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ জেগে ওঠে।“
কীভাবে ‘ইশক’ সিনেমার সেটে একটি শিম্পাঞ্জির হাত থেকে অজয় তাকে রক্ষা করেন সেই গল্পও সেদিন সবাইকে শুনিয়েছেন আমির।
অজয় হাসতে হাসতে বলেন, “দোষ আমিরের! ও নিরীহ শিম্পাঞ্জির গায়ে পানি ঢেলে দিয়েছিল। তার পর সেই শিম্পাঞ্জি ক্ষেপে গিয়ে আমিরকে তাড়া করে বসে। তখন আমির ‘বাঁচাও বাঁচাও’ বলে দৌড়তে শুরু করে। আমিও ছুটি পেছন পেছন।“
অজয় আমির প্রসঙ্গে বলতে গিয়ে ‘ইশক’ সিনেমার স্মৃতি রোমন্থন করেন।
তার কথায়, “শুটিংয়ের সময়ে আমরা খুব মজা করেছিলাম। আমার তো মনে হয় আমাদের আবার একসঙ্গে সিনেমা করা উচিত।’’
অজয়ের মন্তব্যকে সমর্থন করেন আমির।
এই খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীরা সোশাল মিডিয়ায় তাদের কৌতূহল প্রকাশ করে বলছেন, তাহলে কী এই জুটি ‘ইশক’র সিক্যুয়েলের প্রতি ইঙ্গিত করেছেন!