বটমলী স্কুলে পড়ার সময় নৃত্যে হাতেখড়ি হয় জেইন প্যাট্রিসিয়া গোমেজের।
Published : 05 Jan 2025, 04:08 PM
অনন্তলোকে পাড়ি জমালেন ভরতনাট্যম শিল্পী, সেন্ট গ্রেগরি স্কুলের সাবেক শিক্ষিকা জেইন প্যাট্রিসিয়া গোমেজ।
শনিবার রাত সোয়া ৯টায় ঢাকার ইন্দিরা রোডের বাসায় তার মৃত্যু হয় বলে পারিবারিক বন্ধু, গবেষক ও সাংবাদিক তরুণ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
প্যাট্রিসিয়া গোমেজের বয়স হয়েছিল ৫০ বছর। গত ২০১৭ সাল থেকে তিনি ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন।
বটমলী স্কুলে পড়ার সময় নৃত্যে হাতেখড়ি হয় জেইন প্যাট্রিসিয়া গোমেজের। পরে কার্তিক সিনহা ও দক্ষিণ ভারতের ফাদার জর্জ সাজুর কাছে ভরতনাট্যম শেখেন।
প্যাট্রিসিয়া গোমেজ বাংলাদেশ টেলিভিশন ও ঢাকার বিভিন্ন মঞ্চে নৃত্য পরিবেশন করেছেন বিভিন্ন সময়ে। বাংলাদেশে ভরতনাট্যম নাচের প্রসারেও তার ভূমিকা রয়েছে।
প্যাট্রিসিয়া গোমেজ স্বামী ও একমাত্র ছেলেকে রেখে গেছেন। তার স্বামী প্রণয় পলিকার্প রোজারিও একজন কবি ও অনুবাদক।
তরুণ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেইন প্যাট্রিসিয়া গোমেজকে রোববার বিকালে তেজগাঁওয়ের হলি রোজারি চার্চ সংলগ্ন কবরস্থানে সমাহিত করা হবে।