ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে কনসার্টের তারিখ ঠিক হয়েছে ১৩ মে সন্ধ্যা ৬টা।
Published : 19 Apr 2023, 03:44 PM
জ্যাকুলিন ফার্নান্দেজসহ এক দল তারকা নিয়ে নাচে-গানে ‘মাতিয়ে’ তুলতে তের বছর পর কলকাতায় কনসার্ট করছেন বলিউডি তারকা সালমান খান।
আনন্দবাজার জানিয়েছে, ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে কনসার্টের তারিখ ঠিক হয়েছে ১৩ মে; কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে।
সালমানের সঙ্গে জ্যাকুলিন ফার্নান্দেজ ছাড়াও মঞ্চে থাকবেন বলিডডি অভিনেত্রী সোনাক্ষী সিন্হা, প্রভু দেবা, আয়ুষ শর্মা। ওই দিন গান গাইবেন শিল্পী গরু রণধাওয়া।
আয়োজকরা দর্শক আসন সাজিয়েছেন সালমানের বিভিন্ন সিনেমার নামে; যেমন ‘ভাইজান জ়োন’, ‘টাইগার জ়োন’, ‘ওয়ান্টেড জ়োন’ ইত্যাদি।
ওই অনুষ্ঠানে টিকেট মিলছে আনলাইনে, বিক্রিও হচ্ছে দ্রুত। টিকেটের দাম ধরা হয়েছে ৯৯৯ টাকা থেকে ২৫ হাজার পর্যন্ত। সালমানের কলকাতা সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করবে পুলিশ।
এদিকে ২১ এপ্রিলে ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তির আগে সিনেমাটির প্রচারে ব্যস্ত আছেন সালমান খান।
কেবল অভিনেতা নন, ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমায় প্রযোজক হিসেবেও যুক্ত হয়েছেন তিনি। ফরহাদ সামজি পরিচালিত এই সিনেমায় সালমানের নায়িকা দক্ষিণের অভিনেত্রী পূজা হেগড়ে। পূজা ছাড়াও দক্ষিণী অভিনয় শিল্পীদের সংখ্যায় বেশি দেখা যাবে এ সিনেমায়।
দুদিন আগে ‘কিসি কা ভাই কিসি কা জান’ এর ‘ও বল্লে বল্লে’ গানটি প্রকাশ হয়েছে ইউউটিবে।
এর আগে সিনেমার ‘নাইয়ো লগদা’, ‘বিল্লি বিল্লি’, ‘বথুকাম্মা’ এবং ‘ইয়েনটাম্মা’ শিরোনামের চারটি গান ইউটিউবে এসেছে।
লুঙ্গি ডান্সে আসছেন সালমান খান
সালমানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন পূজা
‘কিসি কা ভাই কিসি কা জান’ এর ট্রেইলারে মারদাঙ্গা অ্যাকশনে ‘ভাইজান’