পদযাত্রায় রাহুল গান্ধীর সঙ্গী হলেন সুচিত্রা সেনের নাতনি

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2022, 07:05 PM
Updated : 17 Nov 2022, 07:05 PM

ভারতে বলতে গেলে অস্তিত্বের সঙ্কটে পড়া সর্বপ্রাচীন দল কংগ্রেসের পুনরুত্থানের লক্ষ্যে এবং বিজেপির ‘অপশাসনের’ বিরুদ্ধে জনমত গড়তে যে ‘ভারত জোড়ো যাত্রা’ করেছেন রাহুল গান্ধী, তাতে যোগ দিয়ে হাঁটলেন অভিনেত্রী রিয়া সেন।

ইন্দিরা গান্ধীর নাতি রাহুল তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে কাশ্মির পর্যন্ত পদযাত্রা করতে নেমেছেন। বৃহস্পতিবার মহারাষ্ট্রে রিয়াকে সেই কর্মসূচিতে হাঁটতে দেখা যায়, যার নানি সুচিত্রা সেনকে আঁধি সিনেমায় সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আদলে পাওয়া গিয়েছিল।

হালকা বাদামি আর লাল রঙের টপ, জিন্‌সের ট্রাউজার আর রোদচশমা চোখে রিয়াকে মিছিলে হাঁটতে হাঁটতে রাহুলের সঙ্গে বেশ কয়েক বার কথা বলতেও দেখা গিয়েছিল বলে ভারতের সংবাদ মাধ্যমে খবর এসেছে।

এর আগে বলিউডের এক সময়ের অভিনেত্রী পূজা ভাট যোগ দিয়েছিলেন রাহুলের পদযাত্রায়। এখন রিয়ার যোগ দেওয়ার ছবি ফেইসবুকে দিয়ে কংগ্রেসের এক সমর্থক মন্তব্য করেছেন, বলিউডে যে এখনও মেরুদণ্ডধারী ব্যক্তি আছেন, এটা তারই প্রমাণ।

রাহুলের সঙ্গে কথা বলা নিয়ে রিয়া ফেইসবুকে লিখেছেন, এই আলোচনা ভারতে পরিপূর্ণ গণতন্ত্রের জন্য। যখন অবাধ, মুক্ত ও স্বচ্ছভাবে আলোচনার পরিবেশ তৈরি করা যাবে, তখনই ভারতের সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটবে।

আর এক্ষেত্রে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা নতুন পথের দিশা হিসেবে দেখছেন রিয়া সেন।

এদিকে রিয়ার এই কর্মসূচিতে যোগদানকে তার কংগ্রেসে যোগ দেওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকে। তার সঙ্গে আলোচনায় আসছে রিয়ার মা মুনমুন সেনের তৃণমূল কংগ্রেসের সম্পৃক্ততা।

সুচিত্রা সেনের মেয়ে অভিনেত্রী মুনমুন ২০১৪ সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া থেকে লোকসভায় তৃণমূলের এমপি ছিলেন। তবে ২০১৯ সালে মুনমুন আসানসোলে ভোটে দাঁড়িয়ে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়ের কাছে হারেন। পরে বাবুল দল বদলে এখন তৃণমূলের রাজ্যমন্ত্রী।

আনন্দবাজার লিখেছে, আগে একবার সাংবাদিকদের জিজ্ঞাসায় রিয়া বলেছিলেন, মায়ের আদর্শই তার আদর্শ।

পরিবর্তিত পরিস্থিতিতে রিয়ার আদর্শ বদলে গেল কি না, সেটা নিয়ে এখন অনেকে কৌতূহল প্রকাশ করেছেন।

Also Read: রাহুল গান্ধীর সঙ্গে হাঁটলেন পূজা ভাট