‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
গ্লিটজ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 May 2022 01:48 PM BdST Updated: 25 May 2022 02:00 PM BdST
উপস্থাপক হানিফ সংকেত সড়ক দুর্ঘটনায় ‘মারা গেছেন’ বলে যেসব পোস্ট ফেইসবুকে আসছে, তা স্রেফ গুজব।
বুধবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে হানিফ সংকেত বলেন, তিনি পুরোপুরি সুস্থ আছেন। একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভিউ বাড়ানোর অসৎ উদ্দেশ্য নিয়ে’ এসব ছড়িয়েছে ।
মঙ্গলবার রাত থেকে ফেইসবুকে হানিফ সংকেতের ‘মৃত্যুর খবর’ দেওয়া হচ্ছে বিভিন্ন পোস্টে। তাতে বলা হচ্ছে, এ উপস্থাপক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, যদিও কোথায় কখন সেটা ঘটেছে, সে বিষয়ে কিছু বলা নেই। কেউ কেউ আবার হানিফ সংকেতের ভাইয়ের মৃত্যুর গুজবও ছড়িয়েছেন।
যে ভাইয়ের মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে তিনি দেড় যুগ আগেই মারা গেছেন বলে জানান হানিফ সংকেত। গুজব রটনাকারীদের ফেইসবুকেই প্রতিহত করার আহ্বান জানিয়েছেন তিনি।
“এরা মাথা চাড়া দিয়ে উঠলে সমাজের ক্ষতি হবে। আমাকে নিয়ে গুজব ছড়ানোর পর আমার পরিবার ও আত্মীয়-স্বজনের অবস্থাটা বোঝেন একবার।
“ভিউ বাড়ানোর জন্য, ব্যবসার জন্য ফেইসবুক ও টিকটকে এসব গুজব ছড়ানো হয়েছে। মহলগুলোকে চিহ্নিত করতে হবে; ফেইসবুকেই এদের প্রতিহত করতে হবে।”
বিষয়টি সবাইকে অবহিত করতে নিজের অফিসিয়াল ফেইসবুক পেইজে কিছুক্ষণের মধ্যে একটি পোস্ট দেবেন বলে জানান এ উপস্থাপক।
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র উপস্থাপক হিসেবেই বেশি পরিচিত হানিফ সংকেত; পাশাপাশি টিভি নাটকও নির্মাণ করেন তিনি।
-
শাহরুখ খানের নায়িকা হয়ে উচ্ছ্বসিত তাপসি পান্নু
-
মির্চি ছেড়ে যা ‘মিস’ করছেন মীর
-
শ্রীলেখা মিত্রের অস্ত্রোপচার
-
‘শান’ এবার অস্ট্রেলিয়ায়
-
প্রবাসীদের নিয়ে গাইলেন ফজলুর রহমান বাবু
-
পরম-স্বস্তিকার বাম-কংগ্রেস রাজনীতি নিয়ে ‘শিবপুর’
-
ঢাবি নাটমণ্ডলে নতুন নাটক ‘দ্য আইসম্যান কমেথ’
-
ঈদের সিনেমা: ‘দিন: দ্য ডে’ চূড়ান্ত, মুক্তির পরিকল্পনায় ‘পরাণ’
সর্বাধিক পঠিত
- বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ পরিত্যক্ত
- ওভারে ৩৫ রান দিয়ে ব্রডের বিশ্ব রেকর্ড
- ব্যাটিং হতাশার ফাঁকে সাকিব-সোহানের ক্যামিও
- ভাড়া কমল বরিশাল-ঢাকা নৌপথে
- অসুস্থ ছিলাম, দলের কেউ খোঁজ নেয়নি: রওশন
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- শিক্ষক হত্যা: জিতুর ‘বান্ধবী’ও বহিষ্কৃত, স্কুল খুললেও উপস্থিতি কম
- দোরাইস্বামী যাচ্ছেন, আসছেন সুধাকর
- ভারতের ভ্রমণ ভিসায় ৩ মাস পূর্ণ না হলে ফেরত পাঠানোর অভিযোগ
- নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত: প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি