সুখ: অনলাইন নির্ভরতা ও অতিমারিকালের বিচ্ছিন্নতাবোধের গল্প
>> আহসান কবির
Published: 22 May 2022 01:12 PM BdST Updated: 22 May 2022 11:37 PM BdST
মুক্ত প্লাটফর্ম ‘কবিয়াল’ প্রযোজিত নতুন মঞ্চ নাটক ‘সুখ’। আবদেল মোনেম সেলিমের বৈবাহিক সুখ নির্দেশিকা ‘সুখ’ থেকে রূপান্তর করেছেন শ্রদ্ধেয় নাট্যজন তারিক আনাম খান, নির্দেশনা দিয়েছেন অভিনেতা, নাট্যকার, গায়ক ইউসুফ হাসান অর্ক। মান্না দের বিখ্যাত গান-‘সবাই তো সুখী হতে চায়/কেউ সুখী হয় কেউ হয় না/জানি না লোকে যা বলে সত্যি কিনা/কপালে সবার নাকি সুখ সয় না’ কিংবা বিটিভির স্বর্ণালী সময়ে প্রচারিত গান-‘সুখ তুমি কী খুব জানতে ইচ্ছে করে’-সুখ সম্পর্কে এই জানতে চাওয়ার আধুনিক ও মানবিক বিশ্লেষণ আছে এই নাটকে।
একসময় সেটেলড ম্যারেজ ছিল মেনে নেওয়ার প্রতীক আর নিজ পছন্দের বিয়েটা ছিল বিপ্লবী ঘরানার। যে কোনো ফর্মের বিয়েই হোক, বিবাহিত জীবনটা আসলে দুই আলাদা মানুষের এক থাকার চেষ্টা। এই চেষ্টার ভেতর থাকে আপস, মানিয়ে নেওয়ার নিরন্তর চেষ্টা। একই সঙ্গে থাকে নিজস্বতা, আলাদা ভালো লাগা আর পছন্দের সমাহার। এক ছাদের নিচে সবকিছু মানিয়ে নিতে না পারলে চিন্তা ও চেতনার যে বিভাজন, সেখানেও জমে শ্যাওলা, পিছলে পড়তে হয়।

সংসার জীবনে আবদ্ধ দুজন মানুষের এই আলাদা পছন্দের জিনিস বা আসবাব যদি ভালোবাসা বা সহমর্মিতার আপোসে সমাহার করা না যায়, যদি সেটা প্রতিযোগিতার পর্যবসিত হয়, তাহলে সুখ থাকে না, বিচ্ছিন্নতা বোধ গ্রাস করে। সেই বোধ থেকেই এক ছাদের নিচের দুই আলাদা মানুষ আরও আলাদা হয়, আলাদা হয় ভালোবাসার বিছানা, অদৃশ্য বা প্রকাশ্য দেয়াল তাদের আরও আলাদা করে।
‘সুখ’ বিবাহিত জীবনের আটপৌরে এক গল্প, যার সঙ্গে যুক্ত হয়েছে ডিজিটাল জীবনের অনলাইন নির্ভরতা আর অতিমারির সময়কার ‘নিরাপদ দূরত্বের’ সড়ক। অনলাইন নির্ভরতা ও নিরাপদ দূরত্ব যেন সংসারের দুজন মানুষের ভালোবাসার দূরত্বও বাড়িয়ে দিয়েছে।
‘সুখ’ দেখে নাগরিক জীবনযাপনের ‘ব্যক্তিস্বাতন্ত্র্য’ ও বিচ্ছিন্নতা বোধ স্মরণে আসতে পারে, মনে হতে পারে সেই কবিতার লাইন-মানুষ মূলত একা! মনে হতে পারে অনলাইননির্ভর ব্যবসায়ীদের সংসারে পরোক্ষ প্রভাব বিস্তার কিংবা নজরদারির পাঁয়তারা। মনে হতে পারে খানিকটা দীর্ঘ সংলাপ, কিন্তু সংসারের খুঁটিনাটি হাসির দিক। খুব স্বাভাবিক, সংসারের পরিচিত সব দ্বন্দ্ব নিয়ে সুখ পরিচিত এক মঞ্চ নাটক। পুরো নাটকে আঁতলামি নেই, আছে সাধারণ দর্শকদের মনের কথা বলার চেষ্টা। নাটকের শেষ গানটাও বর্তমান জীবন যাপনের এক নাগরিক সুরে বাঁধা জীবনের গল্প।

সুখ এর প্রথম মঞ্চায়ন হয়েছিল ২০২১ এর অক্টোবরে। সুখ আরও বেশি মঞ্চায়িত হোক এই কামনা রইলো।
শুভ কামনা রইলো কবিয়ালমুক্ত প্লাটফর্মের জন্য।
-
পরম-স্বস্তিকার বাম-কংগ্রেস রাজনীতি নিয়ে ‘শিবপুর’
-
ঢাবি নাটমণ্ডলে নতুন নাটক ‘দ্য আইসম্যান কমেথ’
-
ঈদের সিনেমা: ‘দিন: দ্য ডে’ চূড়ান্ত, মুক্তির পরিকল্পনায় ‘পরাণ’
-
এক ভিলেন রিটার্নসের পোস্টারে জন আব্রাহাম ও দিশা পাটানি
-
মিশন এক্সট্রিমের সিক্যুয়েল ‘ব্ল্যাক ওয়ার’
-
আমের জন্য মাধুরীর ভালোবাসা
-
এলো ‘কাইজার’র ট্রেইলার
-
তৃতীয় মেয়ের মা হলেন ন্যানসি
সর্বাধিক পঠিত
- যা হচ্ছে, তার জন্য নূপুর শর্মা দায়ী: ভারতের সুপ্রিম কোর্ট
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- অধ্যাপক রতন সিদ্দিকীর বাসায় হামলা
- পদ্মা সেতু হয়ে যাতায়াতকারী বাসের ভাড়া বাড়ল
- রাষ্ট্রপতির ছেলের গাড়িচালককে মারধর: জবি ছাত্রলীগের কমিটি স্থগিত
- নাঈমের ৫ উইকেট, সৌম্যর ৮১
- হলি আর্টিজানের সেই রাত যেভাবে বদলে দেয় বাংলাদেশকে
- সাদা বলের নেতৃত্বে ফিরলেন রোহিত, ওয়ানডে দলে জাদেজা-হার্দিক
- অফসাইডের জটিলতা দূর করতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে