এ বছর বিলবোর্ডে বিটিএস আর অলিভিয়ার জয়জয়কার

ঘোষণা করা হয়েছে বছরের অন্যতম আলোচিত বিলবোর্ড সঙ্গীত পুরস্কার।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2022, 11:32 AM
Updated : 16 May 2022, 11:32 AM

দলগত সঙ্গীতে সবচেয়ে বেশি সংখ্যক মনোনয়ন এবং পুরস্কার জিতে সেরা সাফল্যের স্বীকৃতি পেয়েছে দক্ষিণ কোরিয়ার ব্যান্ড দল বিটিএস।

আর একক শিল্পী হিসেবে সবচেয়ে বেশি সংখ্যক পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্রের শিল্পী অলিভিয়া ইসাবেল রদরিগো।

বছরের সেরা শিল্পীর পুরস্কারটিসহ ৫টি পুরস্কার অর্জন করেছে কানাডিয়ান র‌্যাপার আবরে ড্রেইক গ্রাহাম, যিনি ড্রেইক নামে পরিচিত। সবমিলিয়ে ড্রেইক এ পর্যন্ত ৩৪টি বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড জিতেছেন, যা এই পুরস্কারের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ।

সিএনএন জানায়, রোববার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে এমজিএম গ্র্যান্ড গার্ডেন এরেনায় এ বছর ৬২টি বিভাগে মনোনয়নপ্রাপ্তদের মধ্যে থেকে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

যুক্তরাষ্ট্রের সঙ্গীত বিষয়ক সাময়িকী বিলবোর্ড ১৯৯০ সাল থেকে প্রতিবছর সঙ্গীতজগতের বিভিন্ন শাখায় সাফল্যের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দিয়ে আসছে। আগে বছরের ডিসেম্বর মাসে পুরস্কার ঘোষণা করা হলেও, ২০১১ সাল থেকে তা মে মাসে ঘোষণা করা হচ্ছে।

পুরস্কারজয়ীরা

সেরা শিল্পী - ড্রেইক

সেরা নবাগত শিল্পী - অলিভিয়া রদরিগো

সেরা পুরুষ শিল্পী - ড্রেইক

সেরা নারী শিল্পী - অলিভিয়া রদরিগো

সেরা দ্বৈত/দলগত সঙ্গীত - বিটিএস

শীর্ষ বিলবোর্ড ২০০ শিল্পী - টেইলর সুইফট

শীর্ষ সেরা ১০০ শিল্পী - অলিভিয়া রদরিগো

সেরা স্ট্রিমিং গানের শিল্পী - অলিভিয়া রদরিগো

সেরা বিক্রি হওয়া গানের শিল্পী - বিটিএস

সেরা বেতার সঙ্গীত শিল্পী - অলিভিয়া রদরিগো

শীর্ষ বৈশ্বিক বিলবোর্ড ২০০ শিল্পী - অলিভিয়া রদরিগো

শীর্ষ বৈশ্বিক বিলবোর্ড শিল্পী - এড শেরেন

সেরা র‌্যাপ শিল্পী - ড্রেইক

সেরা র‌্যাপ পুরুষ শিল্পী - ড্রেইক

সেরা র‌্যাপ নারী শিল্পী - মেগান দি স্ট্যালিয়ন

সেরা কান্ট্রি সঙ্গীত শিল্পী - টেইলর সুইফট

সেরা রক শিল্পী - গ্লাস এনিম্যালস

সেরা ল্যাটিন সঙ্গীত শিল্পী - ব্যাড বানি

সেরা নৃত্য/ইলেকট্রনিক সঙ্গীত শিল্পী - লেডি গাগা

সেরা বিলবোর্ড ২০০ অ্যালবাম - ‘সাওয়ার’ (অলিভিয়া রদরিগো)