মা হচ্ছেন সোনম কাপুর
গ্লিটজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Mar 2022 12:42 AM BdST Updated: 22 Mar 2022 12:42 AM BdST
মা হচ্ছেন সোনম কাপুর, সোশাল মিডিয়ায় দিয়েছেন বেবি বাম্পের ছবি।
অনিল কাপুরকন্যা সোমবার সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের বেশ কয়েকটি ছবি প্রকাশ করে তার মা হওয়ার জানান দেন।
ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, স্বামী আনন্দ আহুজার কোলে মাথা রেখে শুয়ে আছেন সোনম। ক্যাপশনে তিনি লিখেছেন, “চার হাত, তোমাকে নিজেদের সেরাটা দিয়ে গড়ে তোলার প্রচেষ্টায়। দুটি হৃদয়ের হৃৎস্পন্দন প্রতিটি পদক্ষেপে তোমার সাথে তাল মিলিয়ে চলবে। এই পরিবার তোমায় ভালোবাসা ও সহযোগিতায় আগলে রাখবে। তোমাকে স্বাগতম জানাতে আর তর সইছে না।”
কবে নাগাদ নিজের প্রথম সন্তান আসছে, তাও ক্যাপশনে হ্যাশট্যাগের মাধ্যমে জানিয়েছেন এ অভিনেত্রী। আশা করা যাচ্ছে এ বছরের আগস্টেই সন্তানকে স্বাগত জানাবেন এ দম্পতি।
সোনম কাপুরের এ খবরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে ভক্তদের মাঝে। সোশ্যাল মিডিয়ায় এ অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।
ভক্তদের পাশাপাশি পিছিয়ে নেই শোবিজ অঙ্গনের তারকারাও। কারিনা কাপুর, কারিশমা কাপুর, ভিকি কৌশল, জাহ্নভি কাপুর, খুশি কাপুর, জ্যাকুলিন ফার্নান্দেজসহ বলিউডের অনেক তারকাই শামিল হয়েছেন এই দলে।
সোনম কাপুরের সন্তান হলে প্রথম নানা হবেন অভিনেতা অনিল কাপুর।
দীর্ঘদিন প্রেম করার পর ২০১৮ সালে গাঁটছড়া বাঁধেন সোনম কাপুর ও আনন্দ আহুজা। এর আগেও বেশ কয়েকবার সোনম কাপুরের মা হওয়ার গুজব ছড়ালেও তা খারিজ করে দিয়েছিলেন এই অভিনেত্রী নিজেই।
সোনম কাপুরকে পরবর্তীতে দেখা যাবে প্রযোজক সুজয় ঘোষের সিনেমা ‘ব্লাইন্ড’ এ।
-
‘অ্যাভাটার’ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত ক্যামেরনের
-
সেন্সর ছাড়পত্র পেল ‘হাওয়া’ ও ‘পরাণ’
-
‘কালীর’ ঠোঁটে সিগারেট, ভারতে মামলার আর্জি নির্মাতার বিরুদ্ধে
-
রাজনীতিতে যোগ দেওয়ার প্রশ্নে অক্ষয় বললেন, সিনেমাই করতে চান
-
ঈদে টিভিতে ‘সাপলুডু’
-
গ্রিস দেখল ‘হাসিনা: আ ডটারস টেল’
-
অবসর ভেঙে অভিনয়ে ফিরছেন ক্যামেরন ডিয়াজ
-
স্পেনে পুরস্কৃত রেহানা মরিয়ম নূর ও বাঁধন
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’
- ‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন