চিত্রনায়ক নাঈম হাসপাতালে

হৃদযন্ত্রের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি আছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক নাঈম মুরাদ।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2021, 03:00 PM
Updated : 7 Nov 2021, 03:00 PM

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তির পর তার বাইপাস সার্জারি করা হয়েছে বলে জানান তার স্ত্রী ও অভিনেত্রী সাবরিনা তানিয়া শাবনাজ।

শাবনাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অপারেশনের পর নাঈমের জ্ঞান ফিরেছে। কিছুক্ষণ আগে আমার সঙ্গে কথা বলেছে। চিকিৎসকরা তাকে আপাতত পর্যবেক্ষণে রেখেছেন।”

কয়েকদিন ধরে বুকে ব্যথা অনুভব করছিলেন নাঈম; পরে হাসপাতালে গিয়ে পরীক্ষা-নিরীক্ষায় হৃদযন্ত্রের জটিলতা ধরা পড়ায় চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচার করা হয়।

চিকিৎসকের বরাতে শাবনাজ জানান, নাঈমকে দেড় সপ্তাহের মতো হাসপাতালে থাকতে হবে।

১৯৯১ সালে এহতেশামের ‘চাঁদনী’ সিনেমার মধ্যে দিয়ে রূপালি পর্দায় পথচলা শুরু করেন নাঈম-শাবনাজ জুটি। তারপর বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্র দর্শকদের উপহার দিয়েছেন তারা।

একসঙ্গে কাজ করতে প্রেমের সম্পর্ক তৈরি হয় এ তারকা জুটির: ১৯৯৪ সালের ৫ অক্টোবর বিয়ের পর চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন তারা। তাদের সংসারে নামিরা নাঈম ও মাহদিয়া নাঈম নামে দুই মেয়ে আছে।