ফারুকের অবস্থার ‘উন্নতি’

সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হো‌সেন পাঠান ফারুকের শারীরিক অবস্থার উন্নতির খবর দিয়েছে তার পরিবার।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2021, 11:25 AM
Updated : 31 Oct 2021, 11:25 AM

রক্তে সংক্রমণজনিত জটিলতা নিয়ে প্রায় আট মাস ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা চলছে ৭৩ বছর বয়সী এ অভিনেতার; তার মধ্যে প্রায় চার মাস আইসিইউতে চিকিৎসা নিতে হয়েছে তাকে।

রোববার বিকালে সিঙ্গাপুর থেকে ফারুকের স্ত্রী ফারহানা পাঠান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফারুকের শারীরিক অবস্থার উন্নতি ঘটায় তাকে মাস দুয়েক আগে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

“তিনি এখন স্বাভাবিক খাবার খেতে পারছেন, কথা বলতে পারছেন। নিয়মিত নামাজ পড়ছেন। তার পুরোপুরি সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাইছি।”

শারীরিক অবস্থার আরও উন্নতি ঘটলে তাকে নিয়ে দেশে ফেরার পরিকল্পনার কথা বললেন ফারহানা।

নিয়‌মিত চেকআ‌পের জন্য চলতি বছরের মার্চের প্রথম সপ্তাহে সিঙ্গাপুর যান ফারুক। চেকআপের মধ্যেই রক্তের সংক্রমণ ধরা পড়ায় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন তিনি।

এক সময়ে জনপ্রিয় এ চিত্রনায়ক ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।