এক মাস ধরে আইসিইউতে ফারুক

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে প্রায় এক মাস ধরে আইসিইউতে চিকিৎসাধীন আছেন চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হো‌সেন পাঠান ফারুক।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2021, 02:19 PM
Updated : 26 May 2021, 02:20 PM

রক্তে সংক্রমণজনিত জটিলতা নিয়ে প্রায় আড়াই মাস ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা চলছে ৭৩ বছর বয়সী এ অভিনেতার।

বুধবার রাতে ফারুকের স্ত্রী ফারহানা পাঠান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফারুক ১ মে থেকে আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

এর আগে গত ১৫ মার্চ খিঁচুনি উঠায় ফারুককে প্রথমবার আইসিইউতে নেওয়া হয়; পর শারীরিক অবস্থার উন্নতি হলে ১৮ মার্চ কেবিনে স্থানান্তর করা হয়।

২১ মার্চ হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে দ্বিতীয় দফায় তাকে আইসিইউতে নেওয়া হয়; ২৮ এপ্রিল কেবিনে স্থানান্তরের দুই দিনের ব্যবধানে ১ মে ফের আইসিইতে নেওয়া হয় ফারুককে।

নিয়‌মিত চেকআ‌পের জন্য মার্চের প্রথম সপ্তাহে সিঙ্গাপুর যান ফারুক। চেকআপের মধ্যেই শারীরিক জটিলতা নিয়ে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন তিনি।

এক সময়ে জনপ্রিয় এ চিত্রনায়ক ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।