ড্যানিয়েল ক্রেইগ: গুপ্তচর থেকে গোয়েন্দা

জেমস বন্ড শেষ। এবার দামী ‘প্রাইভেট ডিটেকটিভ’ হিসেবে যাত্রা শুরু করছেন ড্যানিয়েল ক্রেইগ।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2021, 07:01 PM
Updated : 2 April 2021, 07:01 PM

‘জেমস বন্ড’ সিরিজের পর ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ ‘নাইভস আউট’ ছবিতে গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছিলেন। ২০১৯ সালে মুক্তি পাওয়া এই সিনেমার আরও দুটি পর্বের কাজ ‍শুরু হতে যাচ্ছে।

আর পরের পর্ব দুটির সম্প্রচারের স্বত্ব প্রায় কোটি টাকার বিনিময়ে অর্জন করেছে নেটফ্লিক্স।

প্রতিষ্ঠানের বরাত দিয়ে রয়টার্স জানায়, দুটি পর্বের মালিকানা অর্জন করেছে স্ট্রিমিং সেবাদানকারী প্রতিষ্ঠান নেটফ্লিক্স। যে ছবিগুলোর মাধ্যমে আবারও ক্রেইগ পরিচালক রিয়ান জনসনের সঙ্গে কাজ করবেন।

এদিকে ভ্যারাইটি এবং ডেডলাইন হলিউড জানায়, নেটফ্লিক্স ছবি দুটির স্বত্ব অর্জনের জন্য ৪০ থেকে সাড়ে ৪০ কোটি ডলারের ‍চুক্তি সম্পাদন করেছে। যা কিনা স্ট্রিমিং জগতের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্য।

এই বিষয়ে নেটফ্লিক্স কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে না চাইলেও, তারা জানিয়েছে প্রকাশিত প্রতিবেদনের সব তথ্য সঠিক নয়।

হত্যা-রহস্যে ঘেরা ‘নাইভস আউট’ ছবিতে ড্যানিয়েল ক্রেইগের সঙ্গে আরও অভিনয় করেছিলেন জেইমি লি কার্টিস, ক্রিস ইভান্স, ডন জনসন, অ্যানা ডি আর্মাস এবং ক্রিস্টোফার প্লামার।

এদিকে ক্রেইগের শেষ বন্ড ছবি ‘নো টাইম টু ডাই’ মুক্তির তারিখ ঠিক হয়ে আছে অক্টোবরে।