গোয়েন্দা শাহরুখ-দীপিকা, থাকবেন সালমান- হৃত্বিকও
গ্লিটজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Nov 2020 12:26 PM BdST Updated: 25 Nov 2020 12:26 PM BdST
অবশেষে দুইবছরের ‘শীতনিদ্রা’র পর শুটিং-এ ব্যস্ত হলেন শাহরুখ খান।
তাও আবার যে সে সিনেমা নয়, গোয়েন্দা কাহিনীর মূল চরিত্রে হাজির হচ্ছেন কিং খান এবার।
ইয়াশ রাজ ফিল্মসের নতুন সিনেমা ‘পাঠান’এ শাহরুখ খানকে দেখা যাবে
গোয়েন্দা চরিত্রে। সঙ্গে থাকবেন দীপিকা পাড়ুকোণ।
এই প্রযোজনা সংস্থা দির্ঘদিন ধরেই `গোয়েন্দা বাহিনী` তৈরি করার পরিকল্পনা করছে। এর মধ্যেই ‘টাইগার’ সিরিজ দিয়ে সালমান খান এবং ক্যাটরিনা কাইফকে পর্দায় গোয়েন্দা করেছেন তারা।
এরপর ‘ওয়ার’ সিনেমা দিয়ে হৃত্বিক রোশানকে নিয়ে এসেছে এজেন্ট হিসেবে।
এখন গোয়েন্দা হচ্ছেন শাহরুখ খান।
এই সিনেমাটিতে হঠাৎ হয়তো টাইগার চরিত্রে সালমান একটু উঁকিও দিতে পারেন বলে রটনা রটছে বলিউডের বাতাসে। দেখা যেতে পারে হৃত্কিকেও।
তবে এই রটনা কতটুকু ঘটনা হবে- তা আপাতত বলা যাচ্ছে না মোটেই।
তবে ‘পাঠান’ চরিত্রে শাহরুখ যে পর্দা কাঁপাতে আসছেন তা নিশ্চিত ষোলআনা।
সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এই সিনেমা জন আব্রাহামকেও দেখা যাবে।
সর্বাধিক পঠিত
- ভারতের সেরাম ইনস্টিটিউটে আগুন
- বাইডেনের জন্য ট্রাম্পের চিঠি
- মলিন ক্রিকেটের দিনে বাংলাদেশের জয়ের নায়ক সাকিব
- তামিমকে ১ বছর পর বিচার করতে বললেন সাকিব
- তৃতীয় সারির দলের বিপক্ষে হেরে বিদায় রিয়ালের
- ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এখন শুধুই রোনালদো
- রেকর্ড গড়া অভিষেকেও আকিল হোসেনের আক্ষেপ
- এমন অভিষেক আগে দেখেনি কেউ
- কুষ্টিয়ার এসপিকে হাই কোর্টে তলব, অবমাননার রুল
- আমেরিকাকে ডুবিয়ে বিদায় হলেন ট্রাম্প