হাসপাতাল ছাড়লেন আলী যাকের

হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর এক হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরলেন অভিনেতা, নির্দেশক আলী যাকের।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2020, 11:44 AM
Updated : 22 Nov 2020, 11:44 AM

রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে এক সপ্তাহ ধরে ভর্তি ছিলেন তিনি; রোববার বিকালে তাকে হাসাপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে তার ছেলে অভিনেতা ইরেশ যাকের জানান।

ইরেশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবার হার্টের জটিলতা অনেকটা কমে এসেছে। তাকে নিয়ে বাসায় ফিরেছি। চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকতে বলেছেন।”

চার বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে চলেছেন মঞ্চ ও টিভি নাটকের এ অভিনেতা। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে।

ক্যানসারে আক্রান্ত হওয়ার পর অভিনয়, নির্দেশনা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি।

মঞ্চে নুরুলদীন, গ্যালিলিও ও দেওয়ান গাজীর চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থায়ী আসন তৈরি করেছেন আলী যাকের।

অভিনয়ের বাইরে ‘অচলায়তন’, ‘বাকী ইতিহাস’, ‘সৎ মানুষের খোঁজে’, ‘তৈল সংকট’, ‘এই নিষিদ্ধ পল্লীতে’, ‘কোপেনিকের ক্যাপ্টেন’সহ বেশ কয়েকটি মঞ্চ নাটক নির্দেশনা দিয়েছেন তিনি।

‘আজ রবিবার’, ‘বহুব্রীহি’, ‘তথাপি’র মতো দর্শকপ্রিয় টিভি নাটকে অভিনয় করে প্রশংসা পেয়েছেন দর্শকদের।

১৯৭২ সালের আরণ্যক নাট্যদলের ‘কবর’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে পথচলা শুরু করেন তিনি। পরবর্তীতে ১৯৭৩ সালে যোগ দেন নাগরিক নাট্য সম্প্রদায়ে। এখনও সেই নাট্যদলে সঙ্গেই সম্পৃক্ত রয়েছেন।

অভিনয়, নির্দেশনার বাইরে তিনি একজন নাট্যসংগঠকও; পাশাপাশি যুক্ত আছেন লেখালেখির সঙ্গেও।