অনলাইনে চলচ্চিত্র নির্মাণের প্রশিক্ষণ দেবে ডিআইএমএফএফ

শিক্ষার্থীদের জন্য অনলাইনে চলচ্চিত্র নির্মাণের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করছে ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব (ডিআইএমএফএফ)।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2020, 04:43 PM
Updated : 10 July 2020, 04:55 PM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘সিনেমা বানাই ঘরে বসে, সবার জন্য চলচ্চিত্র নির্মাণ’ শীর্ষক আট সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমটি ১৭ জুলাই থেকে অনলাইনে শুরু হবে। শেষ হবে ১১ সেপ্টেম্বর।

ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমানের শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ অনলাইন প্রশিক্ষণে অংশ নিতে পারবেন।

অংশগ্রহণকারীরা কোর্স শেষে ১ মিনিটের চলচ্চিত্র বানিয়ে ২০২১ সালে ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে জমা দিতে পারবেন; সঙ্গে তাদের সনদও দেওয়া হবে।

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের উদ্যোগে সাত বছর ধরে আয়োজন করা হচ্ছে ‘ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব’।

স্মার্টফোন ব্যবহার করে চলচ্চিত্র নির্মাণ বিষয়ক সম্যক ধারণা দেওয়ার পাশাপাশি আধুনিক গ্যাজেট ও সফটওয়্যার ব্যবহারে অভিজ্ঞতার কথা জানাবেন প্রশিক্ষকরা।

আট সপ্তাহের পাঠক্রমের শুরুতে ভিজ্যুয়াল মাধ্যমে গল্প বলা, চিত্রনাট্য ও স্টোরিবোর্ড লেখা নিয়ে ধারণা দেওয়া হবে।

প্রি-প্রোডাকশন, প্রোডাকশন, পোস্ট-প্রোডাকশন সম্পর্কে জানা, ডিজাইন ও চলচ্চিত্র সম্পাদনার কলাকৌশলও শেখানো হবে।

ডিআইএমএফএফ-এর সাথে এই আয়োজনে যুক্ত হয়েছে ফ্রেডরিখ নুউম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডম (এফএনএফ বাংলাদেশ) ও বাংলাদেশ সরকারের এটুআই প্রকল্প।

নিবন্ধন:

https://rebrand.ly/F4E