‘বেদের মেয়ে জোসনা’র পরিচালক-প্রযোজক মতিউর রহমান পানুর চিরবিদায়

না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলাদেশের সর্বোচ্চ ব্যবসাসফল চলচ্চিত্র ‘বেদের মেয়ে জোসনা’র অন্যতম প্রযোজক, পরিচালক মতিউর রহমান পানু।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2020, 08:21 AM
Updated : 25 March 2020, 08:21 AM

মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটে উত্তরার নিজ বাসায় তার মৃত্যু হয়েছে বলে গ্লিটজকে নিশ্চিত করেছেন প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু; তার বয়স হয়েছিল ৮১ বছর। 

খসরু বলেন, “দীর্ঘদিন ধরেই পানু ভাই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। রাতে উনি আমাদের ছেড়ে চলে গেলেন। চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেল।”

তার মরদেহ জন্মস্থান বগুড়া সদরে নেওয়া হচ্ছে। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

১৯৩৯ সালের ৩১ ডিসেম্বর বগুড়া সদরে জন্ম গ্রহণ করেন তিনি। বগুড়া থেকে মাধ্যমিকের পাঠ চুকিয়ে ষাটের দশকের মাঝামাঝির দিকে এফডিসিতে আসেন; প্রথমে বেশ কয়েকটি চলচ্চিত্রে সহকারি পরিচালকের দায়িত্ব পালনের পর ১৯৭৯ সালে ‘হারানো মানিক’ চলচ্চিত্রের মধ্য দিয়ে পরিচালক হিসেকে যাত্রা শুরু করেন।

‘নাগ মহল’, ‘নির্দোষ’, ‘সাহস’, ‘মান মর্যাদা’, ‘নির্যাতন’, ‘সাথী’, ‘মনের মাঝে তুমি’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র পরিচালনা করেন তিনি।

প্রযোজনা করেছেন `বেদের মেয়ে জোসনা’ `মোল্লা বাড়ীর বউ’, ‘ডাক্তার বাড়ী’ ও ‘ওরে সাম্পানওয়ালা’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র।