শাবনূরকে নিয়ে আজিজের ‘ফাঁকা বুলি’

শাবনূরকে নিয়ে নতুন চলচ্চিত্র প্রযোজনার ‘কল্পিত’ ঘোষণা দিয়ে সমালোচনার মুখে পড়েছেন ৯১৯ কোটি ৫৬ লাখ টাকা বিদেশে পাচারের মামলায় প্রেপ্তার এড়াতে পালিয়ে থাকা জাজ মাল্টিমিডিয়া ও রিমেক্স ফুটওয়্যাররের চেয়ারম্যান আব্দুল আজিজ।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2019, 11:27 AM
Updated : 16 Dec 2019, 12:36 PM

রোববার দুপুরে জাজ মাল্টিমিডিয়ার ফেইসবুক পাতায় এক পোস্টে চিত্রনায়িকা শাবনূরকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা নিয়ে আলোচনা চলছে চলচ্চিত্র পাড়ায়।

সেই আলোচনাকে আরও উসকে দিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আলিমুল্লাহ খোকন ও শাবনূর জানান, ছবিটি নিয়ে তারা কিছুই জানেন না। 

তাহলে জাজ মাল্টিমিডিয়ার ফেইসবুক পাতায় ‘কাঁটাতারের বেড়া’ শিরোনামে সেই ছবির ঘোষণা দিলেন কে?

প্রেপ্তার এড়াতে পালিয়ে থাকা জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যানই পোস্টটি করেছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা।

খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছবিটি নিয়ে আমি কিছুই জানি না। অফিসের এক কর্মকর্তা বললেন, চেয়ারম্যান সাহেব (আব্দুল আজিজ) ফেইসবুকে পোস্টটি দিয়েছেন।

“চেয়ারম্যান সাহেবের সঙ্গে শাবনূরের বৈঠক হয়েছে বলে আমি জেনেছি। শাবনূর ছবিটি করার প্রতিশ্রুতিও দিয়েছেন।”

তবে শাবনূর সাংবাদিকদের বলছেন, ছবিটি নিয়ে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে কোনো কথা হয়নি তার।

বিষয়টি নিয়ে আব্দুল আজিজের একাধিক মোবাইল নম্বরে ফোন করলে বন্ধ পাওয়া যায়; হোয়াটসঅ্যাপে বার্তা পাঠালেও কোনো সাড়া মেলেনি।

চলতি বছরের শুরুর দিকে ৯১৯ কোটি ৫৬ লাখ টাকা বিদেশে পাচারের মামলায় আজিজের ভাই ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান এমএ কাদেরকে গ্রেপ্তারের পর থেকেই আত্মগোপনে আছেন আব্দুল আজিজ।