চট্টগ্রামে ‘ম্যাজিক বাউলিয়ানা’র অডিশন

লোকসংগীত ভিত্তিক রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’র প্রথম অডিশন ও সিলেকশন রাউন্ড হলো বন্দরনগরী চট্টগ্রামে।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2019, 08:41 AM
Updated : 7 Oct 2019, 08:41 AM

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪ অক্টোবর চট্টগ্রামের দামপাড়ায় বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রথম অডিশনের আয়োজন করা হয়। এতে বিচারক হিসেবে ঢাকা থেকে ছিলেন অণিমা মুক্তি গোমেজ, আজাদ দেওয়ান মুক্তি, স্বপ্না রায় ও খগেন্দ্রনাথ ঠাকুর। চট্টগ্রাম থেকে বিচারক ছিলেন কল্যাণী ঘোষ ও আবদুর রহিম।

অডিশন ও সিলেকশন রাউন্ড থেকে ঢাকায় আসার ‘ম্যাজিক কার্ড’ পান প্রশান্ত দাস, নয়ন শীল ও বিধান দাস।

সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় ‘ম্যাজিক বাউলিয়ানা ২০১৯’র তৃতীয় আসরে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন সারাদেশের ৪২ হাজারেরও বেশি প্রতিযোগী।

বিজয়ী প্রতিযোগীরা দেশ ও বিদেশের জনপ্রিয় লোকসংগীত শিল্পীদের সাথে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টের মঞ্চে গাওয়ার সুযোগ পাবেন।

প্রতিযোগিতার পর্বগুলো প্রচার হবে মাছরাঙা টেলিভিশনে।