নারীর প্রতি সহিংসতা বিরোধী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার আয়োজন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউএন ওমেন।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2019, 01:00 PM
Updated : 20 July 2019, 01:00 PM

‘সহিংসতা প্রতিরোধে, পুরুষ আছে নারীর সাথে’ শিরোনামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় ১৮-৩৫ বছর বয়সী পুরুষদের অংশগ্রহণে আয়োজিত এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার জন্য কাহিনি সংক্ষেপ আহ্বান করা হয়েছে।

সংস্থাটির এ আয়োজনের কমিউনিকেশন পার্টনার বাঙলা কমিউনিকেশনস লিমিটেড এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রতিযোগিতায় অংশ নিতে http://unwo.men/4Jkg50uRkXe এই ঠিকানায় গিয়ে নির্ধারিত ফর্ম পূরণ করে ১০ অগাস্টের মধ্যে কাহিনি সংক্ষেপ জমা দিতে হবে।

নির্বাচিত ১৫টি কাহিনি নিয়ে ২ দিনের একটি কর্মশালা করা হবে। কর্মশালা শেষে পাণ্ডুলিপি জমা দেওয়ার পর বাছাইকৃত ১০ টি পাণ্ডুলিপি নিয়ে চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়া শুরু হবে।

নির্বাচিত ৩টি চলচ্চিত্রকে পুরস্কারে ভূষিত করা হবে। পুরস্কারের অর্থমূল্য যথাক্রমে ৩০ হাজার, ২০ হাজার ও ১০ হাজার টাকা।