তামান্নার ‘ক্রাশ’ প্রিয়াঙ্কা

বলিউডের নারী অভিনয়শিল্পীদের মধ্যে ‘ক্রাশ’ হিসেবে প্রিয়াঙ্কা চোপড়ার নাম বললেন দক্ষিণের অভিনেত্রী তামান্না ভাটিয়া।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 June 2019, 11:18 AM
Updated : 26 June 2019, 11:23 AM

ভারতীয় গণমাধ্যম ইন.কমের এক খবরে তথ্য জানানো হয়েছে। চলতি মাসের এলজিবিটিকিউ প্রাইডকে সামনে রেখে ‘ভ্যানিটি ডায়েরিজ’ শিরোনামে জীপনযাপন বিষয়ক এক অনুষ্ঠানে বলিউডের নারী ‘ক্রাশ’ হিসেবে প্রিয়াঙ্কার নাম জানান তিনি।

আলোচিত চলচ্চিত্র ‘বাহুবলী’র এ নায়িকা বলেন, “নারী ও পুরুষ সবাই প্রিয়াঙ্কার সৌন্দর্যের বন্দনা করে।”

২০০০ সালে মিস ওয়ার্ল্ড হয়ে ২০০২ সালে বলিউডে নাম লেখানো প্রিয়াঙ্কা চোপড়া ‘ফ্যাশন’, ‘বাজিরাও মাস্তানি’ চলচ্চিত্রে অভিনয় করে প্রতিষ্ঠিত হয়েছে বলিউডে। পরে আমেরিকান নেটওয়ার্ক সিরিজ ‘কোয়ান্টিকো’-তে অভিনয় করে সংবাদের শিরোনামে এসেছেন। হলিউডের ‘বেওয়াচ’ চলচ্চিত্রেও দেখা গেছে তাকে।

অভিনয়ের বাইরে নারী অধিকার নিয়ে তিনি বরাবরই সোচ্চার। তিনি ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করে গেছেন। তিনি মূলত শিশু অধিকার, স্বাস্থ্য, শিক্ষা, নারীর অধিকার, লৈঙ্গিক সমতা নিয়ে কাজ করেন।

একই দশকে চলচ্চিত্রে নাম লেখান তামান্নাও। ২০০৫ সাল থেকে এখন অব্দি তামিল, মালায়ায়াম ও বলিউডের ৬০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।