হইচইয়ে ওয়েব সিরিজ ‘মানি হানি’

এবার ঈদে ‘মানি হানি’ নামে নতুন অরিজিনাল ওয়েব সিরিজ আনছে অনলাইন স্ট্রিমিং সাইট ‘হইচই’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2019, 10:16 AM
Updated : 16 May 2019, 10:16 AM

সিরিজটি পরিচালনা করেছেন পরিচালক তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন করেছেন শ্যামল মাওলা, মোস্তাফিজুর নূর ইমরান, লুৎফর রহমান জর্জ, সুমন আনোয়ার, নিশাত প্রিয়ম ও নাজিবা বাশার।

সিরিজের গল্প গড়ে উঠেছে ৩২ বছর বয়সী ডিভোর্সি ও শেয়ার ব্যবসায়ী শাহরিয়ার কবিরকে ঘিরে। জীবন তার জুয়া, পার্টি, নারী আর অ্যালকোহলে পূর্ণ। বাকপটুতায় যে কাউকেই নিজের প্রেমের ফাঁদে ফেলতে সক্ষম শাহরিয়ার। রঙিন জীবনের নানা উপকরণ আর শেয়ার বাজারে ব্যবসা থেকে আসা মোটা টাকা আয়, সব মিলিয়েই বেশ জৌলুসেই কাটছিলো তার জীবন।

হুট করেই একদিন শেয়ার বাজারে নেমে আসে বড় ধ্স। শেয়ার বাজারে ধসের সাথে সাথে তার জীবনেও নেমে আসে বিপর্যয়। এমন এক অবস্থা থেকেই যাত্রা শুরু এই গল্পটির।

এ ওয়েব সিরিজ নিয়ে ‘হইচই’ বাংলাদেশের বিজনেস লিড সাকিব আর খান বলেন, “যেহেতু ঢাকায় ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে ‘হইচই’ এই অরিজিনাল সিরিজটি দর্শকদের সামনে নিয়ে আসতে পেরেছে, স্বাভাবিক ভাবেই এ নিয়ে আমাদের মাঝে প্রবল উত্তেজনা কাজ করছে।”

আসছে ঈদ-উল-ফিতরের পরপরই ‘হইচই’-এ ওয়েব সিরিজটির প্রচার শুরু হবে।