‘আমার মৃত্যুর পর কেউ যেন না কাঁদে’

দীর্ঘদিন অসুস্থতার পর না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুবীর নন্দী। তাকে হারিয়ে শোকে মুহ্যমান ভক্ত ও শ্রোতারা। সহকর্মীরাও ডুবেছেন শোকে।ফেইসবুক যেন হয়ে উঠেছে শোকবই।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2019, 10:56 AM
Updated : 7 May 2019, 11:20 AM

সংগীতশিল্পী ফাহমিদা নবী লিখেছেন- তার উপস্থাপনায় একটি অনুষ্ঠানে সুবীর নন্দী জানিয়েছিলেন তার শেষ ইচ্ছের কথা- “আমার শেষ ইচ্ছা, আমার মৃত্যুর পর কেউ যেন না কাঁদে, আমি চাই আমার শবদেহের পাশে সবাই যেন আমাকে গান শোনায়।”

উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি শিল্পী রুনা লায়লা লিখেছেন- “আমরা আবার এক নক্ষত্র, একজন কিংবদন্তিকে হারালাম। তার গান আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে,তার আত্মা এবং সংগীত আমাদের সাথেই থাকবে।”

শোক জানিয়েছেন, তিমির নন্দী, মোহাম্মদ রফিকুজ্জামান, কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, কবির বকুল, মাকসুদ, আসিফ আকবর, আলিফআলাউদ্দিন, শারমিন সুলতানা সুমী, আঁখি আলমগীর, অভিনেতা চঞ্চল চৌধুরীসহ অনেকেই।

রুনা লায়লা

তিমির নন্দী

মোহাম্মদ রফিকুজ্জামান

ফাহমিদা নবী

সামিনা চৌধুরী

মাকসুদ

আসিফ আকবর

কবির বকুল

আঁখি আলমগীর

চঞ্চল চৌধুরী