ওয়েব সিরিজ মহানগরের দ্বিতীয় সিজন আসছে।
নতুন অ্যালবাম নিয়ে আসছে ব্যান্ড অবসকিওর। পহেলা বৈশাখ উপলক্ষে ১৩ এপ্রিল অ্যালবামের প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ ও ব্যান্ডটির ভেরিফাইড ইউটিউব চ্যানেলে একযোগে অবমুক্ত করা হবে এটি। খবরটি নিশ্চিত করেছেন অবসকিওরের দলপ্রধান সাইদ হাসান টিপু।
এবারের অ্যালবামটি কিশোর মুক্তিযোদ্ধা টিটোর নামে করা হয়েছে। অমর সুরস্রষ্টা শহীদ আলতাফ মাহমুদকে নিয়ে ‘সুরের বরপুত্র’ নামের একটি গান থাকছে।
অ্যালবামে গান থাকছে ৮টি। এগুলো হলো- টিটোর স্বাধীনতা, যাও নিয়ে যাও, রঙীন শাড়ি, নস্টালজিয়া, আমার কিসের ভয়, দুঃখ তোমার যত, নিরুদ্দেশ, সুরের বরপুত্র।
অ্যালবামের গানগুলো লিখেছেন কবি মহাদেব সাহা, লুৎফর রহমান রিটন, মিলটন হাসনাত, অমিত গোস্বামী, সোনিয়া স্নিগ্ধা ও মাহমুদ আকাশ।
ইউটিউব ছাড়াও সিডি আকারে অ্যালবামটি পাওয়া যাবে। এটি প্রকাশও হচ্ছে জি-সিরিজের ব্যানারে।