আইয়ুব বাচ্চু স্মরণে ‘গিটার অঞ্জলী’

সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুকে গিটার ও গানে স্মরণ করলেন শিল্পীরা।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2018, 02:29 PM
Updated : 22 Oct 2019, 07:34 AM

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বটতলায় অর্ধশতাধিক শিল্পী ‘গিটার অঞ্জলী’ শিরোনামে ব্যতিক্রমী এক আয়োজনে স্মরণ করেন প্রয়াত ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চুকে।

শুক্রবার বিকালে বিভিন্ন ব্যান্ড দল ও শিল্পীদের অংশগ্রহণে এই স্মরণ অনুষ্ঠানের সূচনা হয় বৃক্ষরোপন কর্মসূচির মধ্য দিয়ে। আইয়ুব বাচ্চুর স্মরণে রোপণ করা হয় রাধাচূড়ার চারা।

এরপর মাটিতে গিটার রেখে আইয়ুব বাচ্চুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করে শিল্পীরা।

তৃষ্ণার্ত দল ব্যান্ডের হাবিব আহমেদ নচির উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন শিল্পী ও সাংবাদিক শামস সুমন, কবি কাজী সালাহউদ্দিন, সংগীতশিল্পী লিমনসহ বেশ কয়েকজন শিল্পী।

তারা বলেন, আইয়ুব বাচ্চু ছিলেন একটি প্রতিষ্ঠান। গিটারে ও গানে আইয়ুব বাচ্চুর অবদান বাংলা সংগীতে চিরস্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে শিল্পীরা আইয়ুব বাচ্চুর স্মরণে বেশ কিছু গান ও সম্মিলিত অংশগ্রহণে গিটার বাজান। আইয়ুব বাচ্চুর গাওয়া ‘বাংলাদেশ’ শিরোনামে গানটি গেয়ে অনুষ্ঠান শেষ করেন তারা।