ঢাকায় আসছে ‘অ্যান্ট ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প’

বিশ্বজুড়ে মুক্তির এক সপ্তাহ পর আগামী শুক্রবার থেকে ঢাকার স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হবে আলোচিত চলচ্চিত্র ‘অ্যান্ট ম্যান’-এর সিক্যুয়েল ‘অ্যান্ট ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প।’

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2018, 10:58 AM
Updated : 11 July 2018, 10:58 AM

পটন রিডের পরিচালনায় ও পল রুড অভিনীত চলচ্চিত্র ‘অ্যান্ট ম্যান’ ২০১৫ সালে মুক্তির পরপরই দর্শকমহলে সাড়া ফেলেছিল। তিন বছর পর এবার এলো সিক্যুয়েল।

পেটন রিডের পরিচালনায় সিক্যুয়েলেও অ্যান্ট ম্যানের ভূমিকায় থাকছেন পল রুড। নতুন মিশনে এবার উড়ার ক্ষমতাবিশিষ্ট ‘দ্য ওয়াস্প’-এর সাথে এক দল হয়ে কাজ করবে ‘অ্যান্ট ম্যান’। অ্যান্ট ম্যান যেকোনো সময় নিজেকে সংকুচিত ও প্রসারিত করতে পারে।

গত জানুয়ারিতে ছবিটির প্রথম ট্রেলার মুক্তির পর ব্যাপক সাড়া ফেলে। অ্যান্ট-ম্যান-এর সবচেয়ে মজার একটি দিক হলো এই সুপার হিরো পিঁপড়ার সমান ছোট হতে পারে। আর শক্তিও বেড়ে যায় পিঁপড়ার মতই। শুধু তাই নয়, তিনি তার বিশেষ স্যুটের সাথে সাথে একটি হেলমেট বানান, যা তাকে সাহায্য করে পিঁপড়াদের নিয়ন্ত্রণ করতে। শুরু হয় অন্যায়-অবিচারের বিরুদ্ধে তার সোচ্চার অভিযান। আর এভাবেই একসময় তিনি হয়ে ওঠেন সুপার হিরো।

‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’-এর পর স্কট ল্যাং এর গল্প নিয়েই আলাদাভাবে নির্মিত হয় ‘অ্যান্ট ম্যান’।