পথশিশুদের জীবনের গল্প নিয়ে ইউটিউবে ‘আমি কে?’

পথশিশুদের জীবনের গল্প নিয়ে তৈরি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমি কে?’ নানা আন্তর্জাতিক উৎসব ঘুরে এবার ইউটিউবে মুক্তি পেল।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2018, 02:36 PM
Updated : 18 May 2018, 02:36 PM

বুলবুল মাসউদের চিত্রনাট্য ও পরিচালনায় ২০১৭ সালে নির্মিত এ শর্ট ফিল্মের প্রধান চরিত্র শুভ সমাজের কারও কারও চোখে ‘অশুভ’। কারণ সে পরিচয়হীন পথশিশু।

তার এই জীবনের জন্য কে দায়ী- সে, নাকি সমাজ। নাকি অন্য কেউ? এই প্রশ্ন ঘিরে নির্মিত হয়েছে ভিন্ন ধারার এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমি কে?’। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছে আরএস শুভ।

নির্মাতা বুলবুল মাসউদ বলেন, “মানুষের বিবেককে নাড়া দেওয়ার চেষ্টা করেছি। এটাকে বাস্তবিক চলচ্চিত্রও বলা যায়। যেখানে শুভ নামের ছেলেটি হাজারও জীবনের প্রতিনিধিত্ব করে।”

২০১৭ সালে ভারতের তৃতীয় মডেল অ্যান্ড মুভি আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে ‌‘আমি কে?’ জিতে নেয় সেরা অভিনেতা আর সেরা নির্মাতার দুটি পুরস্কার।

প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি চলচ্চিত্রটি তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে।