ভাষা শহীদদের প্রতি শিল্পী সমিতির শ্রদ্ধাঞ্জলি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2018, 01:34 PM
Updated : 21 Feb 2018, 01:34 PM

বুধবার এফডিসিতে অবস্থিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সমিতির সদস্যরা। এ সময় শিল্পীরা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি সম্মিলিত কণ্ঠে পরিবেশন করেন।

অভিনয়শিল্পী রোমানা নীড় বুধবার সন্ধ্যায় গ্লিটজকে বলেন, “সেই সব শহীদদের সালাম জানায় যাদের ত্যাগের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি। পরের জনম বলে যদি কিছু থেকে থাকে তাহলে আমি আবার বাঙালি হয়ে জন্ম নিতে চাই। বাঙালি হিসেবে আমি গর্ববোধ করি।”

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, চিত্রনায়ক বাপ্পী, বিপাশা কবীর, মিষ্টি জান্নাতসহ আরো অনেকে।