মুক্তিযোদ্ধা চরিত্রে সজল

‘যেদিন সিঁথির গল্পে সিঁদুর ছিল না’ নামে বিজয় দিবসের বিশেষ নাটকে মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার অভিনেতা সজল। নাটকে তার বিপরীতে আছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

গ্লিটজ প্র‌তিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2017, 12:59 PM
Updated : 13 Dec 2017, 12:59 PM

একাত্তরে যুদ্ধের সময় হিন্দু স্কুলশিক্ষক তার মেয়ে তিশাকে নিয়ে দুশ্চিন্তায় পড়েন। নানা টানাপোড়েনে স্কুলশিক্ষক মেয়ের সম্ভ্রম বাঁচাতে মুসলমান ছেলে সজলের সাথে বিয়ে দেন।

পরে দেশের টানে সজল যুদ্ধে যোগ দেয়, গর্ভবতী তিশার ওপর পাক হানাদার বাহিনী নির্যাতন চালায়।

এমন গল্পেই নির্মিত হয়েছে নাটক ‘যেদিন সিঁথির গল্পে সিঁদুর ছিল না’। নাটকটি রচনা করছেন ইউসুফ আলী খোকন ও পরিচালনা করেছেন আশিকুর রহমান।

সজল গ্লিটজকে বলেন, “গতানুগতিক ধারার বাইরে ভিন্ন ধরনের একটি গল্প এটি। বিজয়ের মাসে মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করতে পারাটা আমার কাছে অবশ্যই ভালোলাগার।”

সজল-তিশা ছাড়াও নাটকে আরও অভিনয় করেছেন কেএস ফিরোজ, মাহমুদুল ইসলাম মিঠু, জাহানারা, নমিতা, শিমেলসহ আরো অনেকে।

নাটকটি প্রচারিত হবে শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে বৈশাখী টেলিভিশনে।