মিউজিক ভিডিওতে জেফারের ‘রোহিঙ্গা’স ক্রাই’

মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীদের নিয়ে একটি সংগীত তৈরি করেছেন জেফার রহমান| গানটির মিউজিক ভিডিও তৈরি করেছে ‘স্টার সিনেপ্লেক্স’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2017, 11:39 AM
Updated : 13 Dec 2017, 12:01 PM

‘রোহিঙ্গা’স ক্রাই’ শিরোনামের গানটি লিখেছেন সামির হাফিজ। সুর ও সংগীতায়োজন করেছেন শাহরিন শাহরিয়ার ও সামির হাফিজ।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গত ১০ ডিসেম্বর জেফারের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশিত হয়েছে।

গানটি প্রসঙ্গে জেফার রহমান বলেন, “মানবিক দায়বদ্ধতা থেকেই গানটি করা। একজন কন্ঠশিল্পী হিসেবে নির্যাতিত রোহিঙ্গাদের দাঁড়ানোর একমাত্র হাতিয়ার গান। তাই এটাই করলাম।”

স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, “রোহিঙ্গাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সেই দায় থেকেই শিল্পী জেফার রহমানে পাশে থাকার চেষ্টা করেছি। আশা করছি গানটা সবার ভাল লাগবে।”