ট্রেইলারেই বাজিমাৎ দেবের ‘আমাজন অভিযান’

‘চাঁদের পাহাড়’-এর অভূতপূর্ব সাফল্যের পর সিকুয়্যাল ‘আমাজন অভিযান’ নিয়ে দর্শক মাতাতে আসছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা দেব।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2017, 03:34 PM
Updated : 8 Dec 2017, 03:34 PM

সম্প্রতি মুক্তি পেয়েছে কমলেশ্বর মুখার্জী পরিচালিত অ্যাডভেঞ্চার ড্রামা ‘আমাজন অভিযান’-এর টিজার। প্রথম সিনেমা ‘চাঁদের পাহাড়’-এর মতো ‘আমাজন অভিযান’ দিয়েও দর্শকমাৎ করবেন দেব- ট্রেইলারে মিলছে এমনই আভাস।

ঝকঝকে প্রিন্ট আর সুন্দর সিনেমাটোগ্রাফির কারণে এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলেছে ‘আমাজন অভিযান’-এর ট্রেইলার।

প্রথম কিস্তি ‘চাঁদের পাহাড়’-এর মতোই আফ্রিকান সাফারি পার্কের দুর্গম জঙ্গলের দৃশ্যধারণের কাজ করা হয়েছে। গহীন বনের ভয়ানক সব জন্তু-জানোয়ার এবং আমাজন বনের দুর্গমতা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে ট্রেইলারে।

 

টাইমস অফ ইন্ডিয়া জানায়, একসঙ্গে ছয়টি ভাষায় মুক্তি পাচ্ছে ‘আমাজন অভিযান’। বাংলার পাশাপাশি ওড়িয়া, অসমিয়া, হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে এ অ্যাডভেঞ্চার ড্রামা। এটিই প্রথম বাংলা সিনেমা যা একই সঙ্গে ৬টি ভাষায় মুক্তি পেতে চলেছে।

বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের জনপ্রিয় রোমাঞ্চ উপন্যাস অবলম্বনে একই নামে ২০১৩ সালে নির্মাণ করা হয়েছিলো ‘চাঁদের পাহাড়’। ১৯০৯ ও ১৯১০ সালের পটভূমিতে শঙ্কর রায় চৌধুরী নামের এক বাঙালি যুবকের অ্যাডভেঞ্চারের গল্প নিয়ে নিয়ে নির্মিত ‘চাঁদের পাহাড়’ বক্সঅফিসেও ব্যবসাসফল হয়েছিল। এ সিনেমাটি নিয়ে তাই তখনই সিকুয়্যাল নির্মাণের ঘোষণা দিয়েছিলেন পরিচালক।

আফ্রিকার ঘন অরণ্যে রহস্যের খোঁজে ঘুরে বেড়ানো শঙ্কর রায় চৌধুরীকে ‘আমাজন অভিযান’-এ দেখা যাবে আফ্রিকার দুর্গমতম ‘আমাজন’ বনে। ২২ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।