শুক্রবার থেকে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার প্রচার হবে কমেডি রিয়্যালিটি শো 'হা-শো’
Published : 11 Dec 2024, 01:12 PM
টেলিভিশন স্টেশন এনটিভির পর্দায় আবার আসতে চলেছে কমেডি রিয়েলিটি শো ‘মার্সেল প্রেজেন্টস হা-শো’।
এবার আসছে শোয়ের সপ্তম সিজন।
এনটিভি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৃহস্পতিবার থেকে অনুষ্ঠানটি শুরু হতে যাচ্ছে; সপ্তাহের দুইদিন বৃহস্পতি ও শুক্রবার রাত সাড়ে ৯টায় প্রচার হবে ‘হা-শো’ শোটি।
এবারের আয়োজনের বিচারক হয়েছে চিত্রনায়ক আমিন খান, অভিনেতা তুষার খান ও অভিনেত্রী শবনম ফারিয়া।
জাহাঙ্গীর চৌধুরী ও কাজী মোহাম্মদ মোস্তফার যৌথ পরিচালনায় অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে আছেন কৌতুক অভিনেতা আবু হেনা রনি।
এনটিভির সহকারী ব্যবস্থাপক (অনুষ্ঠান ও যোগাযোগ) মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, অনুষ্ঠানের প্রাথমিক পর্যায়ে নিবন্ধন প্রক্রিয়া এরিমধ্যে শেষ হয়েছে।
নিবন্ধিতদের মধ্য থেকে বাছাই করা প্রতিযোগীদের নিয়ে দেশের ৭টি বিভাগীয় শহরে অডিশন রাউন্ড করা হয়। সেখান থেকে মোট ৪৫ জন প্রতিযোগীকে শোয়ের জন্য বাছাই করা হয়।
এই ৪৫ জন প্রতিযোগীকে নিয়েই সাজানো হয়েছে অনুষ্ঠানের মূল পর্বগুলো। এখান থেকে পর্যায়ক্রমে নির্বাচিত ৬ জন পৌঁছে যাবেন গ্র্যান্ড ফিনালে।