শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরাণী’ মুক্তি পাবে আগামী বছরের মে মাসে।
Published : 06 Dec 2024, 10:13 AM
বছর শেষে এসেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবী চৌধুরাণী’ সিনেমার পোস্টার। যেখানে রণংদেহি মেজাজে শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নেপথ্যে গেরুয়া বসনধারী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
পোস্টারের সঙ্গে সিনেমা মুক্তির তারিখ এসেছে।
সংবাদ প্রতিদিন লিখেছে, শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরাণী’ মুক্তি পাবে আগামী বছরের মে মাসে। তবে কোনো তারিখ পোস্টারের গায়ে লেখা নেই।
মূল চরিত্র ‘দেবী চৌধুরাণী’র ভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ভবানী পাঠক হয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়া সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবতী, দর্শনা বণিক, বিবৃতি চট্টোপাধ্যায়, কিঞ্জল নন্দাসহ আরো অনেকে কাজ করেছেন।
চলতি বছরের মার্চ মাস থেকে শুটিং শুরু করেছিলেন অভিনয়শিল্পীরা। উত্তর কলকাতা থেকে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, বীরভূম, ঝাড়খণ্ড, বিহারের নানা জায়গায় ঘুরে সিনেমার শুটিং করেছেন শুভ্রজিৎ মিত্র।
‘দেবী চৌধুরানীর’ অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন বলিউডের অভিনেতা ভিকি কৌশলের বাবা শাম কৌশল। সংগীত পরিচালনা করেছেন বিক্রম ঘোষ।
ভারত-যুক্তরাজ্য সরকারের যৌথ প্রযোজনায় এ সিনেমা তৈরি হচ্ছে।
বাংলা হিন্দি, ইংরেজি, তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।
এর আড়ে কান চলচ্চিত্র উৎসবে প্রকাশ করা হয়েছিল ‘দেবী চৌধুরানী’র মোশন পোস্টার। এবার টিজার-ট্রেইলারের অপেক্ষায় আছেন অনুরাগীরা।
আরও পড়ুন...
বাংলার 'দস্যুরানি'- দেবী চৌধুরানী