প্রতি সপ্তাহের রবি থেকে মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হয় নাটকটি।
Published : 05 Jan 2025, 09:56 PM
এনটিভির ধারবাহিক নাটক ‘ঘরের শত্রু বিভীষণ’ পার করেছে শতপর্ব।
গত বছরের মে মাসের ৫ তারিখ থেকে প্রচার শুরু হয়েছিল এই ধারাবাহিকের। প্রতি সপ্তাহের রবি থেকে মঙ্গলবার পর্যন্ত টানা তিনদিন রাত ৮টা ২০ মিনিটে প্রচার হয় নাটকটি।
বিজ্ঞপ্তিতে এনটিভি জানিয়েছে, ‘ঘরের শত্রু বিভীষণ’ ধারাবাহিকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু; পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু।
নাটক নিয়ে পরচিালক বাবু বলেন, "ভালো সাড়া পাচ্ছি। পারিবারিক গল্পের নাটকটি দর্শকরা নিজেদের সাথে কানেক্ট করতে পারছেন বলেই হয়ত ১০০ পর্ব পেরিয়ে এসেছি আমরা। আগামীতে গল্পে আরও বাঁক থাকবে।"
‘ঘরের শত্রু বিভীষণ’ নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এছাড়াও রয়েছে একঝাঁক অভিনয় শিল্পী
নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন এনিলা তানজুম, সাজু খাদেম, উর্মিলা শ্রাবন্তী কর, আল মনসুর, সুজাত শিমুল, জয়রাজ, মিলন ভট্টাচার্য্য, রিমি করিম, রোবেনা রেজা জুঁই, শহীদুল্লাহ সবুজ, মিলি মুন্সি, উজ্জল মাহমুদ, আমানুল হক হেলালসহ অনেকে।