আগামী ৫ নভেম্বর ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্সের সিনেমা আর্টস থিয়েটারে '১৯৭১- সেই সব দিন' দেখানো হবে।
Published : 31 Oct 2023, 09:00 AM
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় প্রদর্শিত হতে যাচ্ছে অভিনেত্রী-নির্মাতা হৃদি হকের মুক্তিযুদ্ধের সিনেমা '১৯৭১ সেই সব দিন'।
সিনেমার প্রচারে অংশ নিতে হৃদি হকসহ সিনেমা সংশ্লিষ্টরা এখন যুক্তরাষ্ট্রে আছেন। সেখানে বাঙালি কমিউনিটিতে সিনেমার প্রচারমূলক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তারা।
রোববার ভার্জিনিয়ার স্টারলিংয়ের ক্লব রেস্তরাঁয় বেঙ্গল ইভেন্টের সহযোগিতায় উত্তর আমেরিকায় বাংলা সিনেমার প্রচারকারী সংগঠন বায়োস্কোপ আয়োজন করে '১৯৭১ সেই সব দিন' শীর্ষক প্রচার অনুষ্ঠান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বায়োস্কোপ জানায়, আগামী ৫ নভেম্বর ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্সের সিনেমা আর্টস থিয়েটারে বিকেল সোয়া ৪টায় '১৯৭১- সেই সব দিন' দেখানো হবে।
প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই সিনেমার পরিচালক হৃদি হক, প্রযোজক ও সহকারী পরিচালক কামরুজ্জামান রনি, অভিনেতা লিটু আনাম, সাজু খাদেম এবং অভিনেত্রী তারিন জাহান, মো. মোস্তাফিজুর রহমানসহ কয়েকজন।
সিনেমা তৈরির খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরে হৃদি হক বলেন, “’১৯৭১ সেই সব দিন’ নির্মাণে পুরোনো ভিডিও ব্যবহার করা হয়নি। গল্পের প্রেক্ষাপট অনুযায়ী স্পট সাজানো হয়েছে। গল্পটি যেন নতুন প্রজন্মের কাছে ১৯৭১ কে নতুন করে উজ্জীবিত করে তোলে, সে বিবেচনায় কাহিনী একটি ফিউশন আকারে তুলে ধরা হয়েছে।“
নির্মাতার কাজের প্রশংসা করে অভিনেতা সাজু খাদেম বলেন, “নির্মাতা হিসেবে সিনেমা জগতে হৃদি হকের প্রথম পদক্ষেপ হলেও তার কাজ নিপুণ। তিনি সিনেমাটি নির্মাণের জন্য দীর্ঘ ৫ বছর ধরে গবেষণা করেছেন। অভিনয় করার আগে আমরা অনেকেই কিছু কিছু কাহিনী নিয়ে শংকিত ছিলাম যে, কি করে সেসব চিত্রায়িত করা হবে। কিন্তু হৃদি সেটি সাবলীলভাবেই করে দেখিয়েছেন এ ধরনের কঠিন বিষয়টিও পর্দায় তুলে আনা সম্ভব।“
অভিনেত্রী তারিন জাহান বলেন, এ সিনেমার টাইটেলটা শোনা মাত্র মানুষ ভাবনার জগতে ডুব দিতে পারবে।
“৭১ এর পূর্ববর্তী প্রজন্ম থেকে শুরু করে পরবর্তী প্রজন্ম সবার মাঝেই ফুটে ওঠে মহান মুক্তিযুদ্ধ। হৃদি হক তার সিনেমায় ১৯৭১ এর গল্পকে নতুন প্রজন্মের কাছে তাদের ভাবনার আদলে তুলে ধরার চেষ্টা করেছেন।“
ভাষা জটিলতায় যুক্তরাষ্ট্রের প্রবাসী বাঙালিদের বর্তমান প্রজন্ম সিনেমা দেখতে আকৃষ্ট হবেন কি না জানতে চাইলে অভিনেতা লিটু আনাম বলেন, অভিনয়ের যে নিজস্ব ভাষা রয়েছে, তা সবার কাছেই গ্রহণযোগ্য। তারপরও সিনেমাটিতে সাবটাইটেল রয়েছে।
ব্যক্তিগতভাবে সাবটাইটেলের পক্ষে নন জানিয়ে লিটু বলেন, “সাব টাইটেল পড়তে গিয়ে অনেক সময় সিনেমার মূল কনসেপ্ট থেকে দূরে সরে যাওয়া হয়। তার চেয়ে অভিনয়কে লক্ষ্য করলে গল্প ভালো বোঝা সম্ভব।“
উত্তর আমেরিকায় নানা প্রতিকূলতার মধ্যে বাংলা সিনেমার প্রচার কাজে কর্মপরিকল্পনার কথা জানান বায়োস্কোপ ফিল্ম ডিস্ট্রিবিউশনের কর্ণধার রাজ হামিদ ও রুবানা রশিদ।
তিনি বলেন, “আমরা এ কাজটি করছি কেবল মনের ভেতরে দেশের প্রতি যে টান অনুভব করি, সেটাকে মূল্যায়ন করার জন্য।“
রুবানা রশিদ সবাইকে ‘১৯৭১ সেই সব দিন’ দেখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষ হয় তারিন জাহান ও কামরুজ্জামান রনির কণ্ঠে 'যাচ্ছো কোথায়' গানটি পরিবেশনার মাধ্যমে।
গত অগাস্টে মুক্তি পায় ‘১৯৭১ সেই সব দিন’। ১৯৭১ সালে একটি পরিবার এবং সেই সময়ের কিছু ঘটনা নিয়েই এ সিনেমার গল্প। লাকী ইনামের প্রযোজনায় নির্মিত হয়েছে সরকারি অনুদানের এ সিনেমা।
অভিনয় করছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, ফেরদৌস, তারিন, লিটু আনাম, সজল, সাজু খাদেম, সানজিদা প্রীতি। পরিচালনার পাশাপাশি হৃদি হক নিজেও অভিনয় করছেন।
সিনেমাটির সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র, শিল্প নির্দেশনায় আছেন লিটু আনাম, সম্পাদনা করেছেন কামরুজ্জামান রনি।
আরও পড়ুন
‘১৯৭১ সেই সব দিন’ মুক্তি পাচ্ছে ১৮ অগাস্ট
প্রেক্ষাগৃহে ‘১৯৭১: সেই সব দিন’, দেখবেন প্রধানমন্ত্রীও
‘১৯৭১ সেই সব দিন’: ট্রেইলারে যুদ্ধদিনের দ্রোহ আর ভালোবাসার খণ্ডচিত্র