তারকা সন্তানরা করছেন নানা কিছু, পড়েছেন কোথায়?

বলিউড তারকাদের সন্তানরা কে কোথায় পড়াশোনা করছেন, তার অনেকেরই অজানা।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2023, 03:47 AM
Updated : 3 Feb 2023, 03:47 AM

বলিউড তারকাদের সন্তান তারা, ফলে সংবাদ মাধ্যমের চোখ সবসময়ই থাকে তাদের উপর। কোথায় কে কী করলেন, সবই প্রকাশ হয়ে পড়ে। পাপারাজ্জিদের চোখ এড়িয়ে চলা তাদের জন্য বেশ কঠিন। এই ক্ষুদে তারকাদের অনেকে আবার বাবা-মার পথ ধরে নিজেরাও নামেন চলচ্চিত্রে, সেখানে তারা বাড়তি সুবিধা পান বলে কথা রয়েছে অনেক দিন ধরেই। তবে এই তারকা সন্তানরা কে কোথায় পড়াশোনা করছেন, তার অনেকেরই অজানা; অজানা সেই বিষয়টি জানা গেল আনন্দবাজার পত্রিকার কল্যাণে।

আরিয়ান খান

লন্ডন এবং সাদার্ন ক্যালিফোর্নিয়ায় লেখাপড়া করেছেন শাহরুখ খান ও গৌরী খানের বড় ছেলে আরিয়ান খান। স্নাতক পাস করেছেন চারুকলায়। সিনেম্যাটিক আর্টস এবং টেলিভিশন প্রোডাকশন নিয়ে পড়াশোনা আছে তার। লেখক এবং ওয়েব সিরিজ নির্মাতা আরিয়ান বলিউডে আত্মপ্রকাশের পর সম্প্রতি ভদকায় ব্যবসা শুরু করেছেন। খুলেছেন ‘ডি’য়াভল’ নামে নিজস্ব ব্র্যান্ড।

জাহ্নবী কাপুর

মুম্বাইয়ের ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে লেখাপড়ার প্রাথমিক পাঠ নেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। লি স্ট্রাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউট থেকে অভিনয়ের উপর একটি কোর্স করেন তিনি। বাবা বনি কাপুর প্রভাবশালী প্রযোজক, আর মা শ্রীদেবী এক সময় শাসন করেছেন বলিউডে। পারিবারিক এমন অবস্থানের কারণে চলচ্চিত্রে বিশেষ সুবিধা পেয়েছেন কি না, এ প্রশ্নের উত্তরে ইনডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জাহ্নবী বলেছেন, পরিশ্রম করেই ক্যারিয়ার গড়েছেন তিনি।

সারা আলী খান

পতৌদির নবাব পরিবারের সন্তান সারা আলী খান। বাবা সইফ আলী খান, মা অমৃতা সিং। সারা যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি নিয়েছেন।

নভ্যা নভেলি নন্দা

যুক্তরাষ্ট্রের ফোর্ডহ্যাম ইউনিভার্সিটি থেকে ডিজিটাল প্রযুক্তি এবং ইউএক্স ডিজাইনে স্নাতক ডিগ্রি নিয়েছেন অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা। নিজের পডকাস্ট চ্যানেল ‘হোয়াট দ্য হেল নব্যা’ নিয়ে বর্তমানে ব্যস্ত রয়েছেন। তার মা শ্বেতা নন্দা, বাবা নিখিল নন্দা। বাবার সূত্রে কাপুর পরিবারের সঙ্গেও সংযুক্ত নভ্যা।

অনন্যা পাণ্ডে

চাঙ্কি পান্ডের মেয়ে অনন্য পান্ডে প্রাথমিক লেখাপড়া সেরেছেন ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে। স্নাতক করেছেন লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সিটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়ায়। অনন্যাকে বিজয় দেবরাকোন্ডারের বিপরীতে তেলেগু সিনেমা ‘লাইগার’-এ দেখা গিয়েছিল।

সুহানা খান

শাহরুখ খানের মেয়ে সুহানা ভারতে প্রাথমিক পাঠ শেষে ইংল্যান্ডের আর্ডিংলে কলেজে পড়েছেন। নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে অভিনয়ের উপর একটি বিশেষ কোর্স করেছেন। ইতোমধ্যে অভিনয়ে নেমেও পড়েছেন শাহরুখকন্যা।

নায়সা দেবগন

কাজল ও অজয় দেবগনের মেয়ে নায়সা ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে মাধ্যমিক পাস করেন। সিঙ্গাপুরের গ্লিওন ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন থেকে স্নাতক শেষ করার পর বর্তমানে উচ্চশিক্ষার জন্য সুইজারল্যান্ডে রয়েছেন।