‘আই ওয়ান্ট টু টক’ মুক্তি পাবে ২২ নভেম্বর।
Published : 08 Nov 2024, 12:04 PM
বলিউডি অভিনেতা অভিষেক বচ্চন কিছুদিন আগেই সোশাল মিডিয়ায় এসে বলেছিলেন ‘তার অনেক কিছু বলার আছে’। এখন বচ্চনপুত্রর ভাষ্য, যাদের তিনি কষ্ট দিয়েছেন তাদের কাছে ক্ষমা চান।
হিন্দুস্তান টাইমস লিখেছে, বাস্তবে নয়, অভিনেতার এই উপলব্ধির কথা বলতে শোনা গিয়েছ তার আসন্ন সিনেমা ‘আই ওয়ান্ট টু টক’ এ।
সুজিত সরকারের পরিচালনায় প্রকাশ্যে এসেছে সিনেমার ট্রেইলার। ওই ভিডিওতে মৃত্যশয্যায় থাকা অর্জুনের চরিত্রে অভিষেক এমন কথা বলছেন।
‘আই ওয়ান্ট টু টক’র দুই মিনিট ত্রিশ সেকেন্ডের ট্রেইলারে দেখা গেছে অর্জুন চরিত্রের অভিষেক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। যিনি চিকিৎসার জন্য মেয়ের সঙ্গে বিদেশে থাকেন।
অভিষেকের কাছে এক নারীর প্রশ্ন করেন, “তুমি যখন তোমার জীবন ফিরে পাবে, তখন তুমি কী করবে?”
জবাবে তিনি বলেন, “আমি কথা বলতে চাই। আর যাদের কষ্ট দিয়েছি, তাদের কাছে ক্ষমা চাই। “
এই সিনেমাটি দিয়ে তিন বছর পর পর আবারও নির্মাণে এসেছেন সুজিত সরকারকে। অভিষেক ছাড়াও অন্যান্য চরিত্রে রয়েছেন অহল্যা বামরো, জনি লিভার, পার্ল দে, ক্রিস্টিন গড্ডার্ড।
‘ওয়ান্ট টু টক’র কাহিনী ও সংলাপ লিখেছেন রীতেশ শাহ। প্রযোজনা করেছেন বনি লাহিড়ী, শীল কুমার। আগামী ২২ নভেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সিনেমাটি।