সাদা চুল, একগাল দাঁড়ি এবং মলিন পোশাক পরা জ্যাকির লুক নিয়ে সোশাল মিডিয়ায় আলোচনা হচ্ছে বেশি।
Published : 20 May 2024, 02:51 PM
মুক্তির দিনক্ষণ ঘোষণার পর মাস তিনেক ধরে ‘সিংহাম এগেইন’ সিনেমার কোনো খবরাখবর ছিল না। পরিচালক রোহিত শেঠি তার পুলিশি রাজ্য নিয়ে রীতিমত ঘাপটি মেরে ছিলেন। এতদিন পর সিনেমার শুটিংয়ের একটি ছবি ভাইরাল হয়ে ‘সিংহাম এগেইন’কে ফের আলোচনায় এনে দিয়েছে।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, বলিউডি ফ্র্যাঞ্চাইজির এই সিনেমার শুটিং চলছে এখন ভূস্বর্গে। অর্থাৎ ভারতের কাশ্মীরে দলবল নিয়ে শুটিং করছেন শেঠি।
ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, একটি সেতুর ওপরে সশস্ত্র পুলিশ বাহিনী হেঁটে যাচ্ছে। যাদের নেতৃত্ব দিচ্ছেন পুলিশ কর্মকর্তা অজয় দেবগন। তারা পাকড়াও করেছেন অভিনেতা জ্যাকি স্রফকে। সাদা চুল, একগাল দাঁড়ি এবং মলিন পোশাক পরা জ্যাকির লুক নিয়ে সোশাল মিডিয়ায় আলোচনা হচ্ছে বেশি।
২০১১ আসলে 'সিংহাম' সিনেমা দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান নির্মাতা রোহিত শেঠি। 'সিংহাম' সিনেমা সাফল্যের পর তাকে কেউ কেউ ‘কিং অব অ্যাকশন’ উপাধিও দেন। ওই সিনেমার সিক্যুয়েল 'সিংহাম রিটার্নস' মুক্তি পেয়েছিল ১০ বছর আগে; সেটিও ব্যবসা সফল হয়।
এবার তৃতীয় কিস্তি মুক্তি পাচ্ছে ভারতের স্বাধীনতা দিবস ১৫ অগাস্টে। একই দিনে প্রেক্ষাগৃহে আসছে আলোচিত দক্ষিণি সিনেমা ‘পুষ্পা টু: দ্য রুল’।
দুই সিনেমা একই দিনে মুক্তির বিষয়টি ভালো নজরে দেখছেন না ভারতীয় চলচ্চিত্র বিশেষজ্ঞরা। কারণ, দুটি সিনেমাই বড় পর্দার হিট ফ্র্যাঞ্চাইজি।
শেঠি তার তিনটি সিনেমাতেই পুলিশ অফিসারদের মূল চরিত্রে এনেছেন। তৃতীয় কিস্তিতে পুলিশ অফিসার হিসেবে অজয়, রাণবীর সিং এবং অক্ষয় কুমারের সঙ্গে যোগ দিয়েছেন দীপিকা পাডুকোন।