কংগ্রেস নেত্রী লেতফলাং বলেছেন, ডি’সুজার অসুস্থতার খবর জানানোর জন্য অনেক চেষ্টা করেও শাহরুখের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।
Published : 17 Jun 2024, 03:35 PM
বলিউডি অভিনেতা শাহরুখ খানের শিক্ষক ও গুরু এরিক এস ডি’সুজা গুরুতর অসুস্থ হয়ে শয্যা নিয়েছেন। এ পরিস্থিতিতে নায়ককে একবার তার গুরুর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন ভারতের কংগ্রেসের এক নেত্রী।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, দিল্লিতে সেন্ট কলম্বাস স্কুলে একসময়ে শিক্ষকতা করতেন এরিক ডি’সুজা, তার ছাত্র ছিলেন শাহরুখ। কিন্তু ছাত্র-শিক্ষকের তথাকথিত গুরুগম্ভীর সম্পর্ক ডি’সুজা এবং শাহরুখের মধ্যে ছিল না। ক্লাসরুমের লেখাপড়ার বাইরে, জীবন গড়ে তুলতে শাহরুখকে পথ দেখিয়েছেন তিনি। ধীরে ধীরে বন্ধু হয়ে উঠেছেন দুজন দুজনার। তাই ডি’সুজাকে জীবনে গুরুর স্থান দিয়েছেন শাহরুখ।
সেই গুরু ডি’সুজা অসুস্থ বলে জানিয়েছেন কংগ্রেস নেত্রী জরিতা লেতফলাং। বর্তমানে ডি’সুজা গোয়ায় আছেন।
একবার মুম্বাইয়ে ‘জিনা ইসিকা নাম হ্যায়’ শোয়ে এসে শাহরুখ খান বলেছিলেন, আদর্শ হিসেবে তিনি একমাত্র ব্রাদার এরিক এস ডি’সুজাকেই মনে করে থাকেন। শাহরুখের ভাষ্য ছিল, “ডি’সুজা আমাকে যত্ন করে বড় করেছেন। চলার পথের বাঁকে বাঁকে আলোর সন্ধান দেখিয়েছেন।”
মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক ভিডিও বার্তায় লেতফলাং বলেছেন, ডি’সুজার অসুস্থতার খবর জানানোর জন্য অনেক চেষ্টা করেও শাহরুখের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এমনকি এই অভিনেতার ম্যানেজারের নাগালও পাওয়া সম্ভব হয়নি।
এই নেত্রী বলেন, “ডি’সুজা শাহরুখের জীবনে কতখানি, সেটি অভিনেতা সবচেয়ে ভালো জানেন। আপনাকে (শাহরুখ খান) জানাতে চাই, আপনার গুরুর শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। এমনকি কথা বলাও বন্ধ করে দিয়েছেন তিনি।”
শাহরুখের উদ্দেশে লেতফলাং বলেন, “আপনি সময় বের করে গোয়ায় এসে স্যার ডি’সুজার সঙ্গে প্লিজ একটিবার দেখা করুন। মুম্বাই থেকে গোয়া খুব বেশি দূরে নয়, ফ্লাইটে মাত্র এক ঘণ্টার মত লাগে। আপনার দর্শন ডি’সুজার অবস্থার পরিবর্তন ঘটাতে পারে। আপনার তার সঙ্গে একটিবার দেখা করা উচিত। এটা আমার অনুরোধ। আপনিই তার মনে শান্তি আনতে পারেন।”
লেতফলাং তার ভিডিও পোস্টে ডি’সুজার সঙ্গে দেখার করার ছবি দিয়েছেন। এবং পুরনো একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে শাহরুখকে ডি’সুজার সঙ্গে দেখা যায়। তারা একে অপরকে যখন আলিঙ্গন করেন তখন তাদের আবেগতাড়িত অভিব্যক্তি ধরা পড়ে।
লেতফলাংয়ের এই দুই ভিডিওটি পোস্ট করার পর তিনদিন পেরিয়ে গেলেও শাহরুখের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়ে টাইমস অব ইন্ডিয়া।