পাঠ করা হবে রাজীবের কবিতা। গাওয়া হবে তার লেখা গান।
Published : 10 Feb 2024, 04:06 PM
ঢাকার অকাল প্রয়াত কবি, শিল্পী ও নির্মাতা রাজীব আশরাফ স্মরণানুষ্ঠান আয়োজন করেছেন তার বন্ধু ও ভক্তরা। শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় ‘হোক কলরব রাজীব স্মরণে’ শিরোনামের এই অনুষ্ঠান হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্মরণানুষ্ঠানে রাজীবকে নিয়ে স্মৃতিচারণ করবেন তার বড় ভাই আশরাফুল আলম বাবুসহ বন্ধু-সহকর্মী ও সুহৃদরা। পাঠ করা হবে রাজীবের কবিতা। গাওয়া হবে তার লেখা গান। এছাড়া রাজীবের চিত্রকর্ম, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও অভিনীত কাহিনীচিত্র প্রদর্শন করা হবে।
রাজীবকে স্মরণ করবেন চলচ্চিত্রকার নুরুল আলম আতিক, কবি ও নির্মাতা টোকন ঠাকুরসহ সাহিত্য, সংগীত ও চলচ্চিত্র অঙ্গনের আরও অনেকে। গাইবেন প্রবর রিপন, সিনা হাসান, আরাফাত মহসিন নিধি, আহমেদ হাসান সানিসহ অনেকে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।
বৃষ্টি হলে অনুষষ্ঠানটি বকুলতলার বদলে জয়নুল গ্যালারির সামনে অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত ১ সেপ্টেম্বর মারা যান রাজীব আশরাফ। সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের গান ‘হোক কলরব’ দেশ-বিদেশে ছাত্র আন্দোলনের স্লোগান হয়ে ওঠার পর থেকে আলোচনায় ছিলেন রাজীব।
তার লেখা কবিতা থেকেই এটি তৈরী করেছিলেন অর্ণব। সমবেত কন্ঠে গানটি গাওয়ার মধ্য দিয়ে শেষ হবে স্মরণানুষ্ঠান।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)