‘অ্যানিমাল’ তারকার সঙ্গে মেহজাবীনের ওই ছবি দারুণ প্রতিক্রিয়া পেয়েছে তার ভক্ত অনুরাগীদের কাছ থেকে।
Published : 10 Dec 2024, 03:09 PM
সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আলো ছড়াচ্ছেন বিভিন্ন দেশের অভিনয় শিল্পীরা। এই উৎসবে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বলিউডের এক নায়কের সঙ্গে হয়েছেন সেলফিবন্দি।
সেই নায়ক হলেন রাণবীর কাপুর। ফেইসবুকে পোস্ট করা ‘অ্যানিমাল’ তারকার সঙ্গে মেহজাবীনের ওই ছবি দারুণ প্রতিক্রিয়া পেয়েছে তার ভক্ত অনুরাগীদের কাছ থেকে।
জেদ্দায় রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে শুক্রবার থেকে, যা চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।
এই উৎসবে মেহজাবীনের সিনেমা ‘সাবা’ দেখানো হয়েছে রোব ও সোমবার। এছাড়া সমাপনী দিন ১৪ তারিখেও ‘সাবা’ দেখানো হবে বলে গ্লিটজকে জানিয়েছিলেন সিনেমার নির্মাতা মাকসুদ হোসেন।
জেদ্দায় এ চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছেন বলিউডের খ্যাতিমান তারাকারা।
কদিন আগে মেহজাবীন হলিউড তারকা উইল স্মিথ ও এমিলি ব্লান্টের সঙ্গেও তার তোলা ছবি পোস্ট করেছিলেন।
এর আগে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয় ‘সাবা’। পরবর্তী সময়ে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 'উইন্ডো টু এশিয়ান ফিল্মস' বিভাগে নির্বাচিত হয়েছে এই সিনেমাটি।
'সাবা’ সিনেমার গল্প সাবা এবং তার মাকে কেন্দ্র করে। মা-মেয়ের সম্পর্কের মধ্যে আবির্ভাব ঘটে অঙ্কুর নামের এক তরুণের, যাকে কেন্দ্র করে সাবার জীবনের বাঁক বদল হয়।
সিনেমায় সাবা হয়েছেন মেহজাবীন, তার মা শিরিনের চরিত্রটি রোকেয়া প্রাচী করেছেন। অঙ্কুর চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার।
দীর্ঘ একুশ বছর ধরে নির্মাণের সঙ্গে যুক্ত রয়েছেন মাকসুদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে বিজ্ঞাপন, নাটক ও শর্টফিল্ম বানিয়েছেন তিনি। অভিনেত্রী মেহজাবীনেরও প্রথম সিনেমা এটি।
মাকসুদ জানিয়েছেন বাংলাদেশের দর্শকরা ‘সাবা’ সিনেমাটি দেখতে পাবে আগামী বছরের শুরুতে।
আরও পড়ুন: