রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৮ ডিসেম্বর, ৯ ডিসেম্বর ও ১৪ ডিসেম্বর তিনদিন 'সাবা'র প্রদর্শনী হবে।
Published : 13 Nov 2024, 09:24 PM
সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’।
উৎসবে সাবা সিনেমাটি দেখানো হবে তিনদিন।
‘সাবা’র পরিচালাক মাকসুদ হোসেন গ্লিটজকে জানিয়েছেন, আগামী ৬ থেকে ১৪ ডিসেম্বর জেদ্দায় বসবে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ আসর।
সেখানে ডিসেম্বরের ৮, ৯ ও ১৪ তারিখ তিনদিন 'সাবা'র প্রদর্শনী হবে।
উৎসবে দেখানোর জন্য ‘সাবা’ নির্বাচিত হওয়ার অনুভূতি ‘অন্যরকম’ বর্ণনা করে মাকসুদ বলেন, “উৎসবের "রেড সি কম্পিটিশন বিভাগে এটাই প্রথম বাংলাদেশি সিনেমা। এশিয়ার মধ্যে এখন এই উৎসব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আয়োজনটাও অনেক বড় পরিসরে হয়। "
সিনেমা তৈরির সময় ‘এতটা প্রত্যাশা ছিল না’ বলেও মন্তব্য করেছেন মাকসুদ।
“যখন শুরু করেছিলাম তখন ছোট একটি সিনেমা বানাচ্ছিলাম। তবে আমাদের সততার জায়গা যেটি ছিল যে সিনেমা যেন মৌলিক হয়, গল্প বলার মধ্যে যেন ভিন্নতা থাকে।
"ভালো একটা গল্প বলার সর্বোচ্চ প্রচেষ্টা আমরা করেছি। আমাদের গল্পটাই আমাদের এতদূর পৌঁছে দিচ্ছে। সাবা টিমের সবাই খুব পরিশ্রম করেছে। আমরা যে গল্পটি বলতে চেয়েছিলাম সেটিই তৈরি করতে পেরেছি এটা ভালো লাগার।"
এর আগে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয় ‘সাবা’। পরবর্তী সময়ে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 'উইন্ডো টু এশিয়ান ফিল্মস' বিভাগে নির্বাচিত হয়েছে এই সিনেমাটি।
'সাবা’ সিনেমার গল্প সাবা এবং তার মাকে কেন্দ্র করে। মা-মেয়ের সম্পর্কের মধ্যে আবির্ভাব ঘটে অঙ্কুর নামের এক তরুণের, যাকে কেন্দ্র করে সাবার জীবনের বাঁক বদল হয়।
সিনেমায় সাবা হয়েছেন মেহজাবীন, তার মা শিরিনের চরিত্রটি রোকেয়া প্রাচী করেছেন। অঙ্কুর চরিত্রে অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার।
দীর্ঘ একুশ বছর ধরে নির্মাণের সঙ্গে যুক্ত রয়েছেন মাকসুদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর আগে বিজ্ঞাপন, নাটক ও শর্টফিল্ম বানিয়েছেন তিনি। অভিনেত্রী মেহজাবীনেরও প্রথম সিনেমা এটি।
মাকসুদ জানিয়েছেন বাংলাদেশের দর্শকরা ‘সাবা’ সিনেমাটি দেখতে পাবে আগামী বছরের শুরুতে।
আরও পড়ুন: